ষষ্ঠ শ্রেণি - বাংলা ২য় পত্র | ধ্বনিতত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

ধ্বনিতত্ত্ব

৩১. জিভের সামনের অংশ ও ওপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয়?

ক. দন্তমূলীয় ধ্বনি

খ. দন্তধ্বনি

গ. দ্বি-ওষ্ঠধ্বনি

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

৩২. জিভের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উত্পাদিত হয়?

ক. প্রতিবেষ্টিত ধ্বনি

খ. দন্তধ্বনি

গ. দ্বি-ওষ্ঠধ্বনি

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

৩৩. জিভের সামনের অংশ ওপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?

ক. প্রতিবেষ্টিত ধ্বনি

খ. দন্তধ্বনি

গ. দ্বি-ওষ্ঠধ্বনি

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

৩৪. জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?

ক. প্রতিবেষ্টিত ধ্বনি

খ. দন্তধ্বনি

গ. দ্বি-ওষ্ঠধ্বনি

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

৩৫. জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?

ক. জিহ্বামূলীয় ধ্বনি

খ. দন্তধ্বনি

গ. দ্বি-ওষ্ঠধ্বনি

ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি

৩৬. কণ্ঠনালির মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলো কী?

ক. জিহ্বামূলীয় খ. দন্ত

গ. কণ্ঠনালীয় ঘ. তালব্য

৩৭. জিহ্বামূলীয় ধ্বনি কোনটি?

ক. খ্ খ. ল্

গ. ট্ ঘ. থ্

৩৮. কণ্ঠনালির ধ্বনি কোনটি?

ক. খ্ খ. ল্

গ. হ্ ঘ. থ্

৩৯. যে বাগ্​যন্ত্র সচল তাকে বলে—

i. সচল বাগ্প্রত্যঙ্গ

ii. সক্রিয় উচ্চারক

iii. নিষ্ক্রিয় বাগ্প্রত্যঙ্গ

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৪০. যে বাগ্প্রত্যঙ্গ স্থির তাকে বলে—

i. সক্রিয় বাগ্প্রত্যঙ্গ

ii. নিষ্ক্রিয় উচ্চারক

iii. নিষ্ক্রিয় বাগ্প্রত্যঙ্গ

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

ধ্বনিতত্ত্ব: ৩১.ক ৩২.ক ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.গ ৩৭.ক ৩৮.গ ৩৯.গ ৪০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা