সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৬১. কোনটিকে প্লাটিলেট বলা হয়?

ক. শ্বেত রক্তকণিকা

খ. অণুচক্রিকা

গ. লোহিত রক্তকণিকা

ঘ. হরমোন

৬২. অক্সিজেন কীরূপে প্রতিটি কোষে যায়?

ক. অক্সিহিমোগ্লোবিন রূপে

খ. ফেরাস অক্সাইড রূপে

গ. কার্বোহিমোগ্লোবিন রূপে

ঘ. অক্সিহরমোন রূপে

৬৩. হরমোন কিসের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়?

ক. রক্তরস খ. এনজাইম

গ. পানি ঘ. রক্ত

৬৪. রক্ত সংবহনতন্ত্র গঠিত—

i. হৃৎপিণ্ড নিয়ে

ii. রক্ত নিয়ে

iii. রক্তবাহী নালি নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. রক্ত একধরনের—

i. এনজাইম

ii. ক্ষারধর্মী পদার্থ

iii. যোজক কলা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৬. রক্তরস কাজ করে—

i. রোগজীবাণু ধ্বংসে

ii. খাদ্যরস ও হরমোন পরিবহনে

iii. ক্ষতিকর পদার্থ রেচনে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. লোহিত রক্তকণিকা—

i. আকার অনিয়মিত

ii. নিউক্লিয়াসমুক্ত

iii. হিমোগ্লোবিন যুক্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. নিউক্লিয়াসবিহীন রক্তকণিকা হলো—

i. লোহিত কণিকা

ii. শ্বেত রক্তকণিকা

iii. অণুচক্রিকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৯. শ্বেত রক্তকণিকার উৎপত্তি হয়—

i. প্লীহায়

ii. অস্থিমজ্জায়

iii. যকৃতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭০. অণুচক্রিকার বৈশিষ্ট্য হলো—

i. নিউক্লিয়াস বিদ্যমান

ii. দেখতে গোলাকার

iii. গুচ্ছাকারে থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৬১.খ ৬২.ক ৬৩.ঘ ৬৪.ঘ ৬৫.গ ৬৬.গ ৬৭.গ ৬৮.খ ৬৯.ক ৭০.গ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)