ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৩ - মুখ্য অর্থ, গৌণ অর্থ

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

শব্দের মুখ্য অর্থ: একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে যে ছবি বা ধারণা জেগে ওঠে, তাকে ওই শব্দের মুখ্য অর্থ বলে। যেমন: ‘মাথা’ শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের ওপরের একটি অংশের ছবি মনে ভেসে ওঠে। এটাই মাথা শব্দের মুখ্য অর্থ।

শব্দের গৌণ অর্থ: কোনো শব্দের একটি মুখ্য অর্থ থাকে। তার পাশাপাশি এক বা একাধিক গৌণ অর্থ থাকতে পারে। যেমন: ‘মেয়েটির মাথা ভালো’ বললে মেধা বা বুদ্ধিকে বোঝায়। আবার যদি বলা হয় ‘রাস্তার মাথায় যাও’, তবে মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝায়।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা