প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - বাংলা (২)

বাংলা বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ৭ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং দুটি অনুচ্ছেদ থেকে ৮ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে(৮+৭)=১৫।এবং একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০। বাংলায় মোট ২৫ নম্বর

বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ করো

১. প্রশ্ন: কুমোরেরা নানা রকমের পাত্র বানাইতেছে।

উত্তর: কুমোরেরা নানা রকমের পাত্র বানাচ্ছে।

২. প্রশ্ন: মামা বলিলেন, এটা শখের হাঁড়ি।

উত্তর: মামা বললেন, এটা শখের হাঁড়ি।

৩. প্রশ্ন: মেলায় গিয়া অনেক কিছু দেখিলাম।

উত্তর: মেলায় গিয়ে অনেক কিছু দেখলাম।

৪. প্রশ্ন: শহরের কাকগুলো ঝাঁক বাঁধিয়া ডাকে

উত্তর: শহরের কাকগুলো ঝাঁক বেঁধে ডাকে।

৫. প্রশ্ন: পাখিদের কিচিরমিচির শুনিতে শুনিতে আমাদের ঘুম ভাঙে।

উত্তর: পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে আমাদের ঘুম ভাঙে।

৬. প্রশ্ন: তাহাদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব হইবে না।

উত্তর: তাদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব হবে না।

৭. প্রশ্ন: তাহারা বুঝিতে পারিয়াছিল তাহাদের পরাজয় অবধারিত।

উত্তর: তারা বুঝতে পেরেছিল তাদের পরাজয় অবধারিত

৮. প্রশ্ন: অনুচ্ছেদ পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো।

একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে। এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপেরা রোদ পোহায়। সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভেড়ে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া। সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আসে, ছেলেরা জলে ভেলা ভাসায়। একটি নদী দুই তীরের মানুষকে কী সুন্দর মিলিয়ে দিয়েছে।

উত্তর: অনুচ্ছেদ পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হল:

ক. নদীর তীরে তীরে কী ফুটে থাকে?

খ. শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে কেন?

গ. চকাচকিরা কখন ঘর বাঁধে?

ঘ. কোথায় কচ্ছপেরা রোদ পোহায়?

ঙ. কীভাবে একটি নদী দুই তীরের মানুষকে মিলিয়ে দিয়েছে?

৯. প্রশ্ন: নিচের যুক্তবর্ণ বিভাজন বাক্যে প্রয়োগ করো।

গ্ন = গ + ন = সৌরভ মগ্ন হয়ে গান শুনছে।

ঙ্গ = ঙ + গ = বান্দরবানের জঙ্গলে হাতি দেখা যায়।

চ্ছ = চ + ছ = শকুন আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে।

জ্ঞ = জ + ঞ = ভালো কাজ করার জন্য সবাইকে প্রতিজ্ঞা করা উচিত।

ঞ্ছ = ঞ + ছ = পিতা–মাতার কথা মেনে চলা বাঞ্ছনীয়।

ঞ্জ = ঞ + জ = পাঞ্জাবির রংটা সুন্দর।

ট্ট = ট + ট = চট্টগ্রাম একটি সুন্দর শহর।

ণ্ট = ণ + ট = মিণ্টু ভালো ফুটবল খেলে।

ণ্ড = ণ + ড = বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন