দশম শ্রেণি - বাংলা ২য় পত্র | ণত্ব ও ষত্ব বিধান : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
দশম শ্রেণির পড়াশোনা
ণত্ব ও ষত্ব বিধান
১. তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে কী বলে?
ক. ষত্ব বিধান খ. ণত্ব বিধান
গ. উপসর্গ ঘ. প্রত্যয়
২. ণত্ব ও ষত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?
ক. দেশি খ. বিদেশি
গ. তৎসম ঘ. খাঁটি বাংলা
৩. কোন জাতীয় শব্দে ণ-এর ব্যবহার হয় না?
ক. মৌলিক শব্দে
খ. তৎসম শব্দে
গ. অর্ধতৎসম শব্দে
ঘ. খাঁটি বাংলা ও বিদেশি শব্দে
৪. ‘ঋ’, ‘র’, ‘ষ’-এর পরে কী হয়?
ক. ণ খ. ন
গ. ন্ন ঘ. ণ্য
৫. ঋ-কার ও র-এর পর ‘ণ’ হয়। নিচের কোন শব্দে এ বিধান কার্যকর হয়েছে?
ক. অনুষঙ্গ খ. যতন
গ. তৃণ ঘ. ত্রিনয়ন
৬. ঋ, র, ষ-এর পর তৎসম শব্দে মূর্ধন্য (ণ)ব্যবহৃত হয়—এ সূত্রের বাইরের উদাহরণ কোনটি?
ক. কৃষ্ণ খ. হরিণ
গ. বিশেষণ ঘ. ব্যাকরণ
৭. ঝ, র, ষ-এর পরে মূর্ধন্য-ণ হয়, যেমন—
ক. উষ্ণ খ. হরিণ
গ. কৃপণ ঘ. অর্পণ
৮. দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, সর্বনাম—প্রভৃতি শব্দগুলোতে মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হয়নি কেন?
ক. তৎসম শব্দ বলে
খ. দেশি শব্দ বলে
গ. বিদেশি শব্দ বলে
ঘ. সমাসবদ্ধ শব্দ বলে
৯. ত-বর্গীয় বর্ণের আগে কখনো কী ব্যবহার হয় না?
ক. ন খ. ণ
গ. স ঘ. শ
১০. কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না?
ক. ক-বর্গ খ. চ-বর্গ
গ. প-বর্গ ঘ. ত-বর্গ
সঠিক উত্তর
ণত্ব ও ষত্ব বিধান: ১.খ ২.গ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.খ ৭.ক ৮.ঘ ৯.খ ১০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা