নবম শ্রেণি - কৃষিশিক্ষা | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

২১. কৃষিতাত্ত্বিক বীজ হচ্ছে—

i. তিল

ii. রসুন

iii. কচু

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. কোনটি ফাইটোপ্লাংকটন?

ক. রুটিকার খ. ড্যাফনিয়া

গ. ক্লোরেলা ঘ. ক্লাডেসিরা

২৩. নেকটন বলা হয় কোনটিকে?

ক. শামুক খ. ঝিনুক

গ. ব্যাঙ ঘ. শেওলা

২৪. কোন উদ্ভিদটি পানির তলদেশে থাকে?

ক. নাজাস খ. হেলেঞ্চা

গ. শাপলা ঘ. আড়াইল

২৫. ‘সিমাজিন’ কোন কাজে ব্যবহার করা হয়?

ক. মাটি শোধনে

খ. পানি পরিশোধনে

গ. আখ-বীজ শোধনে

ঘ. জলজ আগাছা দমনে

২৬. কোনটি রাক্ষুসে মাছ?

ক. রুই খ. কাতলা

গ. বোয়াল ঘ. মৃগেল

২৭. উদ্ভিদভোজী মাছ কোনটি?

ক. রুই খ. মৃগেল

গ. তেলাপিয়া ঘ. সরপুঁটি

২৮. পুকুরে প্লাংকটন উৎপাদনের জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক. চুন খ. জৈব

গ. থার্মোমিটার ঘ. সেক্কিডিস্ক

২৯. জু-প্লাংকটনের উপস্থিতির জন্য পানির রং কেমন হয়?

ক. হলুদাভ খ. বেগুনি

গ. নীলাভ ঘ. বাদামি সবুজ

৩০. পানির তলদেশে কোন মাছ বাস করে?

ক. কাতলা খ. সিলভারকার্প

গ. রুই ঘ. শিং

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.ঘ ২২.গ ২৩.গ ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.ঘ ২৮.খ ২৯.ঘ ৩০.ঘ

এস এম হাবিব, শিক্ষক, মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)