ধ্বনিতত্ত্ব
৭১. ‘পরীক্ষা’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পরি + ইক্ষা খ. পরী + ইক্ষা
গ. পরি + ঈক্ষা ঘ. পরী + ঈক্ষা
৭২. সন্ধির ফলে—
i. উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে
ii. শ্রুতিমাধুর্য বাড়ে
iii. ভাষা সংক্ষিপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৭৩. বাংলা ভাষার অনুনাসিক স্বরধ্বনি কয়টি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
৭৪. কোন ধ্বনির উচ্চরণের সঙ্গে সক্রিয় ও নিষ্ক্রিয় দুটি বাগযন্ত্রই জড়িত থাকে?
ক. স্বরধ্বনি খ. স্পর্শধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি ঘ. দ্বিত্বধ্বনি
৭৫. বাংলা ঘর্ষণজাত ব্যঞ্জন কোনগুলো?
ক. স্, শ্, হ্ খ. ত্, থ্, দ্
গ. ক্, খ্, গ্ ঘ. স্, শ্, ষ্
৭৬. বাংলা মৌখিক ও আনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনির সংখ্যা কত?
ক. ৮টি খ. ৯টি
গ. ১২টি ঘ. ১৪টি
৭৭. ‘যথেচ্ছা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. যথ+ইচ্ছা খ. যথা+ইচ্ছা
গ. যথ+ইচ্ছ ঘ. যথে+ইচ্ছা
৭৮. ভাষাকে লিখে প্রকাশ করার চিহ্নকে কী বলে?
ক. শব্দ খ. ধ্বনি
গ. বাক্য ঘ. বর্ণ
৭৯. ধ্বনি উচ্চারণের উত্স কোনটি?
ক. কণ্ঠ খ. শ্বাসনালি
গ. নাক ঘ. ফুসফুস
৮০. বাংলা বর্ণমালায় কার কয়টি?
ক. ৯টি খ. ১০টি
গ. ১১টি ঘ. ১২টি
সঠিক উত্তর
ধ্বনিতত্ত্ব: ৭১.গ ৭২.ঘ ৭৩.গ ৭৪.গ ৭৫.ক ৭৬.ঘ ৭৭.খ ৭৮.ঘ ৭৯.ঘ ৮০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)