ষষ্ঠ শ্রেণি - বাংলা | বাঁচতে দাও : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

বাঁচতে দাও

১. কোনটির পেছনে বালক ছোটে?

ক. ফড়িংয়ের খ. ঘুড়ির

গ. প্রজাপতির ঘ. জোনাকির

২. ‘ছোট শিশু বাদলা দিনে ভিজছে সুখে’— এরূপ চরণ হলে ‘বাঁচতে দাও’ কবিতায় আলোকে পরের চরণটি কী হবে?

ক. নাইতে দাও খ. ভিজতে দাও

গ. খেলতে দাও ঘ. থামিয়ে দাও

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।

ছোট্ট মেয়ে ফাহমিদা মনের আনন্দে হালকা বৃষ্টিতে ভিজেছে। ফাহমিদার মা এর জন্য তাকে অনেক শাসিয়েছে। কিন্তু ফাহমিদার বাবা ফাহমিদার মাকে বলেছেন, ফাহমিদার মতো বয়সে তুমি, আমি, সবাই বৃষ্টিতে ভিজতে চাইতাম। শিশুদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক।

৩. ফাহমিদার বাবার মানসিকতার সঙ্গে ‘বাঁচতে দাও’ কবিতার সঙ্গতিপূর্ণ বক্তব্য হচ্ছে—

i. ফুলকে ফুটতে দিতে হবে

ii. চিলকে ছোঁ মারতে দিতে হবে

iii. ঘুঘুকে ডাকতে দিতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. ‘বাঁচতে দাও’ কবিতার আলোকে ফাহমিদার মার আচরণে প্রকাশ পেয়েছে কোনটি?

ক. স্নেহপরায়ণতা খ. প্রতিকূলতা

গ. সাবধানতা ঘ. বিরক্তিবোধ

৫. কাজল বিলে কোন পাখি সুখে স্নান করছে?

ক. পানকৌড়ি খ. বক

গ. কাকাতুয়া ঘ. শালিক

৬. মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় কোনটি?

ক. পাহাড়-পর্বত খ. প্রকৃতি ও পরিবেশ

গ. নদী ও সমুদ্র ঘ. ঘর ও বন

৭. কবি ফুলবাগানের কোন ফুলকে ফুটতে দিতে বলেছেন?

ক. গোলাপ খ. কদম

গ. শিউলি ঘ. পলাশ

৮. পানকৌড়ি মনের সুখে কোথায় স্নান করে?

ক. কাজল বিলে খ. পুকুর জলে

গ. চিতল বিলে ঘ. দিঘির জলে

৯. সুজন মাঝি কোথায় নৌকা বাইছে?

ক. গহিন গাঙে খ. বিলের জলে

গ. নীল সাগরে ঘ. ছোট নদীতে

১০. নরম রোদে কোন পাখি নাচ জুড়েছে?

ক. ফিঙে পাখি খ. শ্যামা পাখি

গ. ঘুঘু পাখি ঘ. টিয়া পাখি

সঠিক উত্তর

বাঁচতে দাও: ১.খ ২.খ ৩.খ ৪.খ ৫.ক ৬.খ ৭.ক ৮.ক ৯.ক ১০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা