আইবিএতে উইকেন্ড এমবিএ প্রোগ্রামে ভর্তির সুযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবিএর উইকেন্ড এমবিএ প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ৬০ ক্রেডিট-ঘন্টার এই এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের ক্লাস হবে শুধু শুক্র ও শনিবার। এবং একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে ঢাকা থেকে ক্যাম্পাসে সহজে যাতায়াত করতে পারে সে ব্যবস্থাও থাকবে।

আবেদনের যোগ্যতা

  • যেকোনো ডিসিপ্লিনে চার বছরের ব্যাচেলর ডিগ্রি অথবা সমমান ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি+১ অথবা ২ বছরের মাস্টার্স ডিগ্রি।

  • ব্যাচেলর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ–২.৫ (৪–এর স্কেলে) অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে।

  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.০০ (৫.০০–এর স্কেলে) অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

জেনে রাখুন

  • আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৪, সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত

  • লিখিত ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার বেলা তিনটা থেকে বিকেল চারটা

  • মৌখিক পরীক্ষা: ২৬ ও ২৭ এপ্রিল ২০২৪, শুক্র ও শনিবার।

  • ক্লাস শুরু: ৭ জুন ২০২৪।

  • শিক্ষার্থীদের ঢাকা থেকে ক্যাম্পাস পর্যন্ত যাতায়াতের সুবিধা থাকবে।

সাধারণ নির্দেশিকা

  • লিখিত পরীক্ষায় থিমেটিক রাইটিং এবং বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) থাকবে।

  • বহুনির্বাচনি প্রশ্নে প্রার্থীদের গাণিতিক দক্ষতা, ইংরেজি দক্ষতা এবং সাধারণ জ্ঞান যাচাই করা হবে।

  • পরীক্ষার সময় কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

  • লিখিত পরীক্ষার ফলাফল সাধারণত পরীক্ষার ৩-৪ দিনের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

যোগাযোগ

  • আইবিএ-জেইউ অফিস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার, ঢাকা।

  • আরো বিস্তারিত জানতে ভিজিট করুন: iba-ju.edu.bd/postgraduate_admission