রাজধানী ঢাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার নির্বাচিতদের ১ম তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
এ বছর সব বিভাগ এবং বাংলা-ইংরেজি মাধ্যম মিলিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে মোট ৬৫০ জন শিক্ষার্থীকে।
আগামীকাল ২৪ আগস্ট শুরু হবে ভর্তির কার্যক্রম। আগামীকাল বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ব্যাতীত অন্যান্য সব বিভাগের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। যার মধ্যে থাকছে বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যম, ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগ।
বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২৬ আগস্ট।
সেক্ষেত্রে প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময় পাবে মাত্র একদিন, সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত। এর মধ্যে ভর্তি সম্পন্ন করতে ব্যার্থ হলে ঐ আসনটি শূন্য বলে ধরা হবে এবং সেখানে পরবর্তী ২য় তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। ২য় তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট ২০২৩।
বিজ্ঞান বিভাগের জন্য
ইংরেজি মাধ্যম (EV)
ভর্তি ফরম সংগ্রহ এবং জমাদানের তারিখ ২৪ আগস্ট সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।
ভর্তির সময় এককালীন এবং অফেরতযোগ্য ২০ হাজার ৬০০ টাকা পরিশোধ করতে হবে।
নির্বাচিতদের ১ম তালিকা দেখুন এই লিংকে।
বাংলা মাধ্যম (BV)
ভর্তি ফরম সংগ্রহ এবং জমাদানের তারিখ ২৬ আগস্ট সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
ভর্তির সময় এককালীন এবং অফেরতযোগ্য ১৯ হাজার ৮০০ টাকা পরিশোধ করতে হবে।
নির্বাচিতদের ১ম তালিকা দেখুন এই লিংকে।
ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য
ভর্তি ফরম সংগ্রহ এবং জমাদানের তারিখ ২৪ আগস্ট সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।
ভর্তির সময় এককালীন এবং অফেরতযোগ্য ১৮ হাজার ৪০০ টাকা পরিশোধ করতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগের নির্বাচিতদের ১ম তালিকা দেখুন এই লিংকে।
মানবিক বিভাগের জন্য
ভর্তি ফরম সংগ্রহ এবং জমাদানের তারিখ ২৪ আগস্ট সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।
ভর্তির সময় এককালীন এবং অফেরতযোগ্য ১৮ হাজার টাকা পরিশোধ করতে হবে।
মানবিক বিভাগের নির্বাচিতদের ১ম তালিকা দেখুন এই লিংকে।
জেনে রাখুন
প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষা উপকরণের জন্য ২৫০০ টাকা পরিশোধ করতে হবে। শিক্ষা উপকরণের মধ্যে থাকবে ব্যাগ, ইউনিফর্ম এবং ব্লেজার বানানোর জন্য কাপড়, খাতা।
নির্দিষ্ট সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে ঐ আসনটি খালি বলে ধরা হবে।
নির্বাচিতদের দ্বিতীয় তালিকা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ২৭ আগস্ট ২০২৩।
ল্যাবরেটরি ফি, পরীক্ষার ফি এবং অন্যান্য ফি নভেম্বরের ফি-এর সাথে সংগ্রহ করা হবে।
একাডেমিক সেশন
নতুন ভর্তিকৃতদের জন্য আগামী ৭ অক্টোবর সকাল ৮ টায় ওরিয়েন্টেশনের আয়োজন করা হবে। একজন শিক্ষার্থীর সাথে একজন অভিভাবক সেখানে যোগ দিতে পারবে। ওরিয়েন্টেশনে যোগ দেওয়া বাধ্যতামূলক।
ক্লাস শুরু হবে ৮ অক্টোবর সকাল ৭ টা ৪৫ মিনিটে। সকাল ৮টায় প্রতিষ্ঠানের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে।
যেকোনো তথ্যের জন্য ভিজিট করুন sjs.edu.bd