অধ্যায় ৪

২১. ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

২২. পৃথিবীর ওপরের স্তরটিকে কী বলে?

ক. অশ্মমণ্ডল খ. গুরুমণ্ডল

গ. কেন্দ্রমণ্ডল ঘ. আগ্নেয় মণ্ডল

২৩. শিলাচ্যুতির কারণে বিহারে কত সালে ভূমিকম্প হয়?

ক. ১৯২৬ খ. ১৯৩১

গ. ১৯৩৫ ঘ. ১৯৪১

২৪. শিলাতে ভাঁজের সৃষ্টি হওয়ায় আসামে কত সালে ভূমিকম্প হয়?

ক. ১৯৪০ খ. ১৯৫০

গ. ১৯৬০ ঘ. ১৯৭০

২৫. জাপানি ভাষায় ‘সুনামি’ অর্থ কী?

ক. নদীর ঢেউ

খ. পুকুরের পানির ঢেউ

গ. হ্রদের ঢেউ

ঘ. পোতাশ্রয়ের ঢেউ

আরও পড়ুন

নবম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

২৬. ২০০৪ সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামি কয়টি দেশে আঘাত হানে?

ক. ১২টি খ. ১৪টি

গ. ১৬টি ঘ. ১৮টি

২৭. পৃথিবীর আকস্মিক পরিবর্তনের জন্য কয়টি প্রধান ভূমিরূপের সৃষ্টি হয়?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

২৮. বায়ুর ক্ষয়কাজ কোথায় বেশি দেখা যায়?

ক. মরুভূমিতে খ. সমভূমিতে

গ. বনভূমিতে ঘ. মালভূমিতে

২৯. কোন অবস্থায় নদীর স্রোতের গতিবেগ বেশি থাকে?

ক. সমভূমি খ. মালভূমি

গ. পার্বত্য ঘ. বিস্তীর্ণ

৩০. প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?

ক. বদ্বীপ খ. খাঁড়ি

গ. দোয়াব ঘ. পলল পাখা

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.ক ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.ঘ ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.গ ৩০.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন

নবম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)