সমাজকর্ম ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১১. কোনটি পরস্পর অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত?

ক. সমাজ এবং মানুষ

খ. সমাজ এবং সমাজের প্রথা

গ. সমাজ এবং সমস্যা

ঘ. সমাজ এবং গতিশীলতা

১২. স্থান, কালভেদে কিসের প্রকৃতির ও রূপের পরিবর্তন হয়?

ক. সমস্যার খ. আবেগের

গ. চাহিদা ঘ. মানসিকতার

১৩. সামাজিক সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ উপায় কোনটি?

ক. বন্যা নিয়ন্ত্রণ

খ. সামাজিক পরিবর্তন

গ. শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি

ঘ. মানবসম্পদ উন্নয়ন

১৪. সামাজিক কাঠামো—সামাজিক মূল্যবোধ—সামাজিক সম্পর্ক— (?)।ওপরের (?) স্থানে নিচের কোনটি বসবে?

ক. সামাজিক প্রতিষ্ঠান

খ. সামাজিক পরিকল্পনা

গ. সামাজিক গবেষণা

ঘ. সামাজিক ভাবনা

১৫. সামাজিক সমস্যার কারণ কোনটি?

ক. ক্ষুদ্রঋণ বিতরণ

খ. মানবসম্পদ উন্নয়ন

গ. সামাজিক পরিবর্তন

ঘ. সড়ক দুর্ঘটনা

১৬. পৃথিবীর কোনো সমাজই সম্পূর্ণভাবে কী থেকে মুক্ত নয়?

ক. দুর্নীতি খ. সমস্যা

গ. দারিদ্র্য ঘ. অভাব

১৭. রাকিব বিভিন্ন সমস্যায় জর্জরিত। রাকিব কোনটি হারিয়ে ফেলবে?

ক. নৈতিকতা খ. জ্ঞান

গ. সামাজিকতা ঘ. সহমর্মিতা

১৮. সমাজবিজ্ঞানী Francis Meril সামাজিক সমস্যাকে প্রচলিত কিসের প্রতি হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন?

ক. সামাজিক আইনের প্রতি

খ. সামাজিক প্রগতির প্রতি

গ. সামাজিক গতিশীলতার প্রতি

ঘ. সামাজিক মূল্যবোধের প্রতি

১৯. সামাজিক সমস্যা কাকে বিভক্ত করে ফেলে?

ক. ব্যক্তিকে খ. দলকে

গ. পরিবারকে ঘ. সমাজকে

২০. সামাজিক সমস্যা সব সময়ই সমাজের জন্য কেমন?

ক. ইতিবাচক খ. নেতিবাচক

গ. আশাব্যঞ্জক ঘ. কাঙ্ক্ষিত

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.গ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.খ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.খ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা