বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ২ | ইসলাম ও নৈতিক শিক্ষা - নবম শ্রেণি

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

২১. ‘তাওরাত’ কোন নবির ওপর নাজিল হয়?

ক. হজরত মুসা (আ.)

খ. হজরত ঈসা (আ.)

গ. হজরত দাউদ (আ.)

ঘ. হজরত ইব্রাহিম (আ.)

২২. কারা সালাত সম্পর্কে উদাসীন?

ক. কাফিররা খ. মুশরিকরা

গ. মুনাফিকরা ঘ. ফাসিকরা

২৩. ইয়াতিমদের সঙ্গে কঠোর না হওয়ার ব্যাপারে কোন সুরায় উল্লেখ আছে?

ক. সুরা আত-ত্বিন খ. সুরা আল-ইনশিরাহ

গ. সুরা আদ-দুহা ঘ. সুরা আল-মাউন

২৪. হাদিসের মূল বক্তব্যকে কী বলা হয়?

ক. সনদ খ. মতন

গ. রাবি ঘ. সুন্নাহ

২৫. রাসুল (সা.) হাতে-কলমে যা শিক্ষা দিয়েছেন, তাকে কী বলে?

ক. আল কোরআন খ. সুন্নাহ

গ. ইজমা ঘ. কিয়াস

আরও পড়ুন

২৬. যে হাদিসের সনদ তাবিঈ পর্যন্ত পৌঁছেছে তাকে কী বলে?

ক. মারফু খ. মাওকুফ

গ. মাকতু ঘ. তাকরিরি

২৭. ‘আস সাদিকা’ কী?

ক. হাদিসের একটি সহিফা

খ. সত্যবাদী মুসলিম

গ. আল কোরআনের একটি সুরার নাম

ঘ. হজরত আবু বকর (রা.)-এর একটি উপাধি

২৮. প্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ গ্রন্থ কোনটি?

ক. বুখারি শরিফ খ. মুসলিম শরিফ

গ. নাসায়ি শরিফ ঘ. আল-মুয়াত্তা

২৯. সরকারিভাবে প্রথম হাদিস সংকলনের উদ্যোগ নেন কে?

ক. হজরত উমর ইবনে আব্দুল অাযিয (রহ.)

খ. হজরত উমর ইবন খাত্তাব (রা.)

গ. হজরত উসমান (রা.)

ঘ. ইমাম বুখারি (রহ.)

৩০. ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি কী?

ক. আকাইদ খ. ইমান

গ. সালাত ঘ. জাকাত

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.ক ২২.গ ২৩.গ ২৪.খ ২৫.খ ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.খ

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

আরও পড়ুন