অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো

খোলা জায়গায় মাথার ওপরে দিনরাত আমরা আকাশ দেখতে পাই। গাছপালা, নদীনালা দুনিয়ার কোথাও আছে, কোথাও নেই। এমনকি ঘরবাড়ি, জীবজন্তু, মানুষও সব জায়গায় না থাকতে পারে। কিন্তু আকাশ নেই, ভূপৃষ্ঠ নেই—এমন জায়গা কল্পনা করা শক্ত। দিনে সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে। এ সময় সচরাচর আকাশ নীল। কখনো কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায় আকাশ। হালকা মেঘ ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে। তখন মেঘ হয় সাদা। মেঘের স্তর ভারী হলে তা ভেদ করে সূর্যের আলো আসতে পারে না। তখন মেঘ হয় কালো। ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা।

উত্তর

প্রশ্নগুলো হলো—

ক. খোলা জায়গায় মাথার ওপরে দিনরাত আমরা কী দেখতে পাই?

খ. কখন সোনার থালার মতো সূর্য চারপাশে কিরণ ছড়ায়?

গ. হালকা মেঘ ভেদ করে সূর্যের আলো কোথায় আসতে পারে?

ঘ. মেঘ কখন সাদা দেখায়?

ঙ. সূর্যের আলো কখন পৃথিবীতে আসতে পারে না?

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করা (৫)