নবম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. কোনো বস্তুর জড়তা কিসের ওপর নির্ভর করে?

ক. বেগ খ. বল

গ. ভর ঘ. ভরবেগ

২. নিচের কোনটি মাধ্যাকার্ষণ শক্তির তুলনায় 1036 গুণ শক্তিশালী?

ক. মহাকর্ষ বল

খ. দুর্বল নিউক্লিয় বল

গ. সবল নিউক্লিয় বল

ঘ. বিদ্যুৎ চৌম্বকীয় বল

৩. দুটি গতিশীল আহিত কণার মধ্যে ক্রিয়াশীল বল কোনটি?

ক. তাড়িত চৌম্বক বল

খ. তড়িৎ বল

গ. নিউক্লীয় বল

ঘ. চৌম্বক বল

৪. ভরবেগের ক্ষেত্রে বলা যায়—

i. এটি ভেক্টর রাশি

ii. এর মাত্রা MLT-1

iii. এর একক kg·ms-1

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. কোনো গাড়ির বেগ তিন গুণ করা হলে প্রাপ্ত গতিশক্তি আগের গতিশক্তির কত?

ক. ৩ গুণ খ. ৯ গুণ

গ. ১/৩ অংশ ঘ. ১/৯ অংশ

৬. মার্বেলের গতি কোন ধরনের ঘর্ষণের উদাহরণ?

ক. আবর্ত ঘর্ষণ খ. পিছলানো ঘর্ষণ

গ. প্রবাহী ঘর্ষণ ঘ. স্থিতি ঘর্ষণ

৭. একটি 10 g ভরের গুলি 6 kg ভরের একটি বন্দুকের নল থেকে 300 ms-1 বেগে বেরিয়ে গেলে বন্দুকের পশ্চাৎবেগ কত?

ক. 5 ms-1 খ. -5 ms-1

গ. 0.5 ms-1 ঘ. 0.25 ms-1

৮. নিউটনের প্রথম সূত্র থেকে কী কী বিষয়ের ধারণা পাওয়া যায়?

ক. জড়তা খ. বল

গ. ভরবেগ ও বল ঘ. বল ও জড়তা

৯. একটি বস্তু কোনো তলের ওপর দিয়ে গড়িয়ে চললে কোন ঘর্ষণ বল সৃষ্টি হয়?

ক. প্রবাহী খ. আবর্ত

গ. পিছলানো ঘ. স্থিতি

১০. 30 kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে এর ত্বরণ 4 ms-2 হবে?

ক. 120 N খ. 7.5 N

গ. 0.133 N ঘ. 34 N

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.গ ২.ঘ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.খ ১০.ক

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা