অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | বঙ্গভূমির প্রতি : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

বঙ্গভূমির প্রতি

১১. কোথায় না গেলে কবি হওয়া যাবে না বলে মাইকেল মধুসূদন দত্ত মনে করেছিলেন?

ক. বিলেত খ. লন্ডন

গ. ভার্সাই ঘ. জার্মান

১২. ‘কোকনদে’ শব্দের অর্থ কী?

ক. লাল পদ্ম খ. নীল পদ্ম

গ. সাদা পদ্ম ঘ. জলপদ্ম

১৩. ‘অমর করিয়া বর দেহ দাসে।’—এখানে কবি কী বর চেয়েছেন?

ক. প্রবাসী বর খ. সুবর

গ. স্মৃতি বর ঘ. দৈব বর

১৪. লোকে যারে ভোলে না, সে নরকুলে কী?

ক. শ্রেষ্ঠ খ. ধন্য

গ. অমর ঘ. শ্যামা

১৫. ‘লোকে যারে নাহি ভুলে’ তাকে সবাই মনের কোথায় সেবা করে?

ক. প্রবাসে খ. চরণে

গ. বসন্তে ঘ. মন্দিরে

১৬. দেশজননী কবিকে মনে রাখলে তিনি কিসে ভয় পান না?

ক. প্রবাসে খ. শমনকে

গ. শরদে ঘ. মানসে

১৭. ‘অমর করিয়া বর দেহ’ —কাকে বর দেবে?

ক. মানসে খ. দাসে

গ. বসন্তে ঘ. পদে

১৮. কবির দেহ-আকাশ থেকে কী খসে পড়লেও তাঁর খেদ নেই?

ক. প্রাণবায়ু খ. জীব-তারা

গ. তামরস ঘ. স্থির নীর

১৯. কবির দেহ-আকাশ থেকে জীব-তারা খসে পড়লেও তিনি খেদ করেন না কেন?

ক. কবি প্রবাসী হওয়ায়

খ. লোকে ভোলে না বলে

গ. জন্মিলে মরিতে হবে ভেবে

ঘ. কবি অমর বলে

২০. সর্বজন মনের মন্দিরে সদা কাকে সেবা করে?

ক. যে লোক প্রবাসী

খ. লোকে যারে ভোলে না

গ. যে লোক দীর্ঘদিন বাঁচে

ঘ. যে মায়ের কাছে মিনতি জানায়

সঠিক উত্তর

বঙ্গভূমির প্রতি: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.গ ২০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা