কাকতাড়ুয়া
১১. বুধার কাছে দিনের আলো ও রাতের আঁধার কেমন মনে হয়?
ক. অভিন্ন খ. ধোঁয়াশা
গ. ভয়াল ঘ. ঘোলাটে
১২. ‘বানরের আবার চাঁদে যাবার শখ’—উক্তিটি কার?
ক. কুন্তির খ. আহাদ মুন্সির
গ. ফজু মিয়ার ঘ. মধুর
১৩. ‘মানুষের বোকামির সীমা নাই’—কার কথা?
ক. মিঠুর খ. আহাদ মুন্সির
গ. বুধার ঘ. কুন্তির
১৪. বুধা হিংস্র শকুন ভাবে কাকে?
ক. পাকিস্তানি বাহিনীকে
খ. রাজাকারদের
গ. দুঃখকে
ঘ. কলেরাকে
১৫. বুধা কোথায় শকুনের শক্ত চঞ্চুর ঠোকরানোর শব্দ শুনতে পায়?
ক. পোড়া গ্রামে
খ. বনের মধ্যে
গ. মিলিটারি ক্যাম্পে
ঘ. মগজের মধ্যে
১৬. ‘বোঁ করে একটা শব্দের তরঙ্গ উঠে মুহূর্তে মিলিয়ে যায় বাতাসে।’—এখানে কিসের শব্দের কথা বলা হয়েছে?
ক. পাকিস্তানিদের আগমনের
খ. পাকিস্তানি মিলিটারিদের জিপের আওয়াজ
গ. বোলতার আওয়াজ
ঘ. ভোমরার আওয়াজ
১৭. গোবর কুড়ানি বুড়িটা বুধাকে কী বলে ডাকে?
ক. লক্ষ্মী ছেলে খ. ছন্নছাড়া
গ. কাকতাড়ুয়া ঘ. গোবর রাজা
১৮. ‘কামাই করতে পারিস না বাপু’—বুধাকে এ কথা কে বলেছিল?
ক. আতা ফুফু খ. চাচি
গ. নোলক বুয়া ঘ. আহাদ মুন্সি
১৯. ‘ওরা তো আবার আসবে’—ওরা কারা?
ক. পুলিশ খ. মিলিটারি
গ. রাজাকার ঘ. শান্তি বাহিনী
২০. ‘তুমি তো লড়াই করতে পারবে না। শুধু ওদের হাতে মরবে কেন?’ কার প্রসঙ্গে এ উক্তিটি করা হয়েছে?
ক. হরিকাকুর স্ত্রীর খ. নোলক বুয়ার
গ. চাচির ঘ. কুন্তির
সঠিক উত্তর
কাকতাড়ুয়া: ১১.ক ১২.ঘ ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.খ ১৯.খ ২০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা