দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১০

২১. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘নাইট’ উপাধি বর্জন করেন?

ক. ১৯১৭ সালে খ. ১৯১৮ সালে

গ. ১৯১৯ সালে ঘ. ১৯২০ সালে

২২. সশস্ত্র বিপ্লবী আন্দোলন শেষ হয় কত সালে?

ক. ১৯২৯ সালে খ. ১৯২০ সালে

গ. ১৯৩০ সালে ঘ. ১৯৩২ সালে

২৩. ঢাকা অনুশীলন সমিতির প্রধান সংগঠক ছিলেন কে?

ক. মহাত্মা গান্ধী

খ. নরেন্দ্র ভট্টাচার্য

গ. যদুনাথ গোপাল

ঘ. পুলিন বিহারী দাস

২৪. কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় ফাঁসি হয় কোন বিপ্লবীর?

ক. ক্ষুদিরাম

খ. নরেন্দ্র ভট্টাচার্য

গ. যদুনাথ গোপাল

ঘ. পুলিন বিহারী দাস

২৫. দ্বিতীয় পর্যায়ের সশস্ত্র বিপ্লবী আন্দোলন শুরু হয় কত সালে?

ক. ১৯১১ সালে খ. ১৯১২ সালে

গ. ১৯১৩ সালে ঘ. ১৯১৪ সালে

আরও পড়ুন

২৬. মহাত্মা গান্ধী ‘আইন অমান্য আন্দোলন’ শুরু করেন কত সালে?

ক. ১৯২৯ সালে খ. ১৯৩০ সালে

গ. ১৯৩১ সালে ঘ. ১৯৩২ সালে

২৭. মাস্টারদা সূর্যসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. রাজশাহী খ. রংপুর

গ. চট্টগ্রাম ঘ. দিনাজপুর

২৮. প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন?

ক. ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনের নেত্রী

খ. সমাজবাদী কর্মী

গ. একজন সাংবাদিক

ঘ. একজন গণিতবিদ

২৯. কত সালে মন্টেগু–চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয়?

ক. ১৯০১ সালে খ. ১৯২৯ সালে

গ. ১৯২০ সালে ঘ. ১৯১৯ সালে

৩০. বেঙ্গল প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়?

ক. ১৯২২ সালে

খ. ১৯২৩ সালে

গ. ১৯২৪ সালে

ঘ. ১৮২৩ সালে

সঠিক উত্তর

অধ্যায় ১০: ২১.গ ২২.গ ২৩.ঘ ২৪.ক ২৫.খ ২৬.খ ২৭.গ ২৮.ক ২৯.ঘ ৩০.খ

আযীযুন নাহার, প্রভাষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন