সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে একাদশে ভর্তি

∎ সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান বিভাগ (অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে)—বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষা বিভাগ– বাংলা মাধ্যম ৩.৫০ এবং  মানবিক বিভাগ–বাংলা মাধ্যম ৩.০০ ।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে ৩.৫০, বিজ্ঞান থেকে মানবিক শিক্ষা বিভাগে ৩.৫০, ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে ৩.০০।

অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ: ৭ ডিসেম্বর ২০২২ দিবাগত রাত ১২:০১টা থেকে ১১ ডিসেম্বর ২০২২ রাত ১২.০০ টা পর্যন্ত। প্রতিষ্ঠানের ওয়েবসাইট sjs.edu.bd তে অথবা admission.sjs.edu.bd এই লিঙ্কে ক্লিক করে ভর্তি প্রক্রিয়ার খরচ বাবদ bKash/Nagad/Rocket/Nexus/MTBL/Visa Card/Master Card এর মাধ্যমে (চার্জ ব্যতীত) ৩০০ টাকা (অফেরযোগ্য) এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

ভর্তি প্রক্রিয়া: লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

লিখিত পরীক্ষার বিষয়: বিজ্ঞান বিভাগ: ইংরেজি, পর্দার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, ও জীববিজ্ঞান। মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, ও সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)। ব্যবসায় শিক্ষা বিভাগ: ইংরেজি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ।

বিভাগ পরিবর্তন: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আসতে চাইলে তাদেরকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগ আসতে চাইলে তাদেরকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ: ১৫ এবং ১৭ ডিসেম্বর, ২০২২ সকাল ০৮.৩০ থেকে বিকেল ৫.০০ টা ।

ভর্তি পরীক্ষার সময় অবশ্যই সঙ্গে নিতে হবে:

ক. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অ্যাডমিট কার্ড

খ. এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.sjs.edu.bd

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি.pdf
আরও পড়ুন