বাংলা - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

সংক্ষেপে উত্তর দাও:

প্রশ্ন: নদীর এক পাড়ে কোন গাছ রয়েছে?

উত্তর: বুনো ঝাউগাছ।

প্রশ্ন: নদীর অন্য পাড়ে কোন গাছ রয়েছে?

উত্তর: বুড়ো বটগাছ।

প্রশ্ন: নদীর কূল ঘেঁষে কোন মাছ দল বেঁধে চলে?

উত্তর: খরশুলা ও দাঁড়িকানা মাছ।

প্রশ্ন: ময়নামতীর চরটির অবস্থা কেমন?

উত্তর: শুকনা ও আগাছায় ভরা।

প্রশ্ন: কোন পাখি ছোঁ মেরে মাছ ধরে?

উত্তর: গাঙচিল ছোঁ মেরে মাছ ধরে।

প্রশ্ন: কোন পাখি গরুর সঙ্গী হয়?

উত্তর: বক।

প্রশ্ন: কোন পাখি শুধু কিচিরমিচির করে?

উত্তর: শালিক।

প্রশ্ন: চরের পলিমাটিতে কৃষকেরা কী বুনেছেন?

উত্তর: কলাই।

প্রশ্ন: চাষিরা সারা রাত ধরে কী পাহারা দেন?

উত্তর: আখের খেত।

প্রশ্ন: কারা আখের খেত নষ্ট করে?

উত্তর: শূকর।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা