সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে

সিলেট আর্মি ইনস্টিটিউট অব বিজনেস ইনস্টিটিউটে (Army IBA, Sylhet) ফল সেমিস্টারে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) অন্তর্ভুক্ত।

জেনে রাখুন—

১. এ প্রোগ্রামে মোট ৪০ কোর্স।

২. মোট ১২৬ ক্রেডিট।

৩. প্রধান বিষয়: মার্কেটিং, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, এইচআরএম, অপারেশন ম্যানেজমেন্ট, এসসিএম, এমআইএস।

৪. শিক্ষার্থীদের জন্য হোস্টেল রয়েছে।

৫. ভর্তির জন্য আবেদন করার ওয়েবসাইট

আরও পড়ুন

ভর্তির বিস্তারিত তথ্য —

১. আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০২৫।

২. ভর্তি পরীক্ষা: ২৪ মে ২০২৫।

৩. ভর্তি পরীক্ষার স্থান: ক. বিইউপি, ঢাকা, খ.আর্মি আইবিএ, সিলেট।

৪. ঠিকানা: আর্মি ইনস্টিটিউট অব বিজনেস ইনস্টিটিউট, জালালাবাদ ক্যান্টনমেন্ট, সিলেট।

*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:

আরও পড়ুন