অধ্যায় ২
১১. ঢাকা থেকে ঝালকাঠি এসে বসবাস করা কোন ধরনের অভিগমন?
ক. আদি খ. অভ্যন্তরীণ আঞ্চলিক
গ. অভ্যন্তরীণ ঘ. আধুনিক
নিচের উদ্দীপকের আলোকে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহিম উচ্চশিক্ষার জন্য আমেরিকা গমন করল। পড়ালেখা শেষে সেখানেই সে চাকরি করতে থাকে। প্রতি মাসে সে তার মা-বাবার জন্য দেশে টাকা পাঠিয়ে থাকে।
১২. উদ্দীপকে রহিমের অভিগমনটি কোন ধরনের?
ক. অভ্যন্তরীণ খ. আন্তর্জাতিক
গ. রাজনৈতিক ঘ. সাময়িক
১৩. উদ্দীপকের অভিগমনের ফলে কোন ধরনের প্রভাব বিদ্যমান—
i. জনসংখ্যার ওপর
ii. অর্থনীতির ওপর
iii. সামাজিক কর্মকাণ্ডের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়?
ক. ১৯০৯ সালে খ. ১৯১৯ সালে
গ. ১৯২৯ সালে ঘ. ১৯৩৯ সালে
১৫. বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
ক. ২০০১ সালে খ. ২০০৭ সালে
গ. ২০১১ সালে ঘ. ২০২২ সালে
১৬. জনমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশ প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণ কোনটি?
ক. চিকিৎসাব্যবস্থার উন্নয়ন
খ. খাদ্যঘাটতির হ্রাস
গ. মাথাপিছু আয় বৃদ্ধি
ঘ. যোগাযোগব্যবস্থার উন্নয়ন
১৭. জনমিতিক ট্রানজিশনাল মডেলের ধাপ বা স্তর কয়টি?
ক. ২টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
১৮. কোন দেশটি জনমিতিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় পর্যায়ে পড়ে?
ক. বাংলাদেশ খ. ভারত
গ. জাপান ঘ. শ্রীলঙ্কা
১৯. নিচের চিত্রটি কোন ধরনের বয়স–পিরামিড প্রকাশ করে?
ক. সুষম আকৃতিবিশিষ্ট খ. পরিবর্ধনশীল
গ. সংকোচনশীল ঘ. গঠনমূলক
২০. বয়সকাঠামো নির্ধারণের পদ্ধতি হলো—
i. বয়সদল
ii. বয়স–পিরামিড
iii. নারী-পুরুষ অনুপাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.গ ১২.খ ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা