অধ্যায় ২
২১. কম্পিউটারের হার্ডডিস্ক চালু করার পর—
i. প্লটারগুলো ঘুরতে থাকে
ii. লেখাপড়া হেডটি প্লটার থেকে রিড করে
iii. প্লটারগুলো অচল হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. মেমোরি কার্ড ব্যবহার করা হয়—
i. এমপিফোর প্লেয়ারে
ii. ডিজিটাল ক্যামেরাতে
iii. মোবাইল ফোনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. কোনটির সঙ্গে কম্পিউটারের সব যন্ত্রাংশ যুক্ত থাকে?
ক. RAM-এর সঙ্গে
খ. হার্ডডিস্কের সঙ্গে
গ. মাদারবোর্ডের সঙ্গে
ঘ. পিসির সঙ্গে
২৪. সহায়ক চিপসেট-এর কাজ কী?
ক. সিপিইউ-এর সঙ্গে অন্যান্য যন্ত্রপাতির কার্যক্রম সমন্বয় করা
খ. প্রসেসরের কাজ করে দেয়
গ. RAM এর কাজ করে দেয়
ঘ. ROM-এ তথ্য জমা রাখতে সাহায্য করা
২৫. CPU-এর পূর্ণরূপ কী?
ক. Central Processing Unit
খ. Central Processor Unit
গ. Control Processor Unit
ঘ. Control Processing Unit
২৬. কোনটি দিয়ে প্রসেসর গঠিত?
ক. প্রসেসর আইস
খ. ইন্টিগ্রেটেড সার্কিট
গ. ডিভাইস
ঘ. আইসিটি
২৭. প্রাথমিকভাবে RAM–এ প্রয়োজনীয় তথ্য জমা করে কোনটি?
ক. প্রসেসর খ. হার্ডডিস্ক
গ. রম ঘ. সিডি
২৮. রেজিস্টার কী?
ক. অত্যন্ত দ্রুতগতির অস্থায়ী মেমোরি
খ. ধীরগতির অস্থায়ী মেমোরি
গ. দ্রুতগতির স্থায়ী মেমোরি
ঘ. ধীরগতির স্থায়ী মেমোরি
২৯. কন্ট্রোল ইউনিট কোনটির অংশ?
ক. RAM খ. রম
গ. প্রসেসর ঘ. RAM ক্যাশ
৩০. যোগ, বিয়োগ ও গুণের কাজ হয় কোন অংশে?
ক. নিয়ন্ত্রক অংশে
খ. গাণিতিক যুক্তি ইউনিট
গ. রেজিস্টারে
ঘ. মাদারবোর্ডে
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.ক ২২.ঘ ২৩.গ ২৪.ক ২৫.ক ২৬.খ ২৭.ক ২৮.ক ২৯.গ ৩০.ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)