বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

পাঠ্যবই-বহির্ভূত অনুচ্ছেদ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কম্পিউটার হলো একধরনের ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটারের রয়েছে তথ্য গ্রহণ, তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও তথ্য উপস্থাপনের ক্ষমতা। কম্পিউটার নিজে নিজেই কাজ করতে পারে না। মানুষের তৈরি করা নির্দেশ অনুসারে কাজ করতে পারে। একসময় কম্পিউটার ছিল শুধু গণনার যন্ত্র। এখন তা হাজার কাজে পারদর্শী। কম্পিউটার যেকোনো গাণিতিক হিসাব নির্ভুলভাবে সমাধান করে দিতে পারে মুহূর্তেই। আজকাল ব্যাংক-আর্থিক-ব্যবসাপ্রতিষ্ঠানের টাকাপয়সার হিসাব খুব সহজেই রাখছে এই কম্পিউটার। বর্তমান সময়ে ছাপার কাজে কম্পিউটার অনেক পরিবর্তন এনেছে। ছবি আঁকা, কার্টুন ও চলচ্চিত্র তৈরিতেও কম্পিউটার অনেক অবদান রাখছে। লেখাপড়ার ক্ষেত্রে বর্তমানে কম্পিউটারের গুরুত্ব অনস্বীকার্য। নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সারা পৃথিবীকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। ইন্টারনেটের সাহায্যে মুহূর্তের মধ্যে পৃথিবীর যেকোনো প্রান্তে পাঠানো যায় ই-মেইল, তথ্য ও ছবি। টাইপ ও ছাপা, ছবি দেখা ও গান শোনা, বিভিন্ন ধরনের কাজের নিয়ন্ত্রণ, কারখানার উৎপাদন নিয়ন্ত্রণ, মহাকাশযান নিয়ন্ত্রণ, ট্রাফিক সংকেত ব্যবস্থাপনাসহ বিভিন্ন কাজে কম্পিউটার অনেক অবদান রেখে চলেছে। কম্পিউটার হচ্ছে একেবারে অবাক করা একটি আধুনিক যন্ত্র

৩. কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।

শব্দ _ শব্দার্থ

নির্দিষ্ট _ নির্ধারিত

ধরন _ রকম

দ্রুত _ তাড়াতাড়ি

নির্ভুল _ সঠিক

অভাবনীয় _ ভাবা যায় না এমন

ক. প্রশ্নের উত্তর ____ হওয়া উচিত।

খ. কম্পিউটার নানা ____ কাজে ব্যবহৃত হয়।

গ. ময়লা-আবর্জনা ____ স্থানে ফেলতে হয়।

ঘ. লোকটা ____ হেঁটে চোখের আড়ালে চলে গেল।

ঙ. প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আতিক ____ সাফল্য অর্জন করেছে।

৩ নম্বর প্রশ্নের উত্তর:

ক. প্রশ্নের উত্তর নিভু​৴ল হওয়া উচিত।

খ. কম্পিউটার নানা ধরনের কাজে ব্যবহৃত হয়।

গ. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হয়।

ঘ. লোকটা দ্রুত হেঁটে চোখের আড়ালে চলে গেল।

ঙ. প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আতিক অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

ক. কম্পিউটার কী? কম্পিউটারের চারটি

অংশের নাম লেখো।

খ. আধুনিক কালে কম্পিউটারের পাঁচটি অবদান উল্লেখ করো।

গ. কম্পিউটারের পাঁচটি কাজ লেখো।

৪ নম্বর প্রশ্নের উত্তর:

ক. কম্পিউটার হলো একধরনের ইলেকট্রনিক যন্ত্র। এটি নির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনাসংক্রান্ত কাজ করতে পারে।

কম্পিউটারের চারটি অংশ হলো—ক. ইনপুট খ. মেমোরি গ. প্রসেসর ঘ. আউটপুট।

খ. আধুনিক কালে কম্পিউটারের পাঁচটি অবদান হলো:

১. ছবি আঁকা।

২. কার্টুন ও চলচ্চিত্র তৈরি।

৩. ইতিহাস, ভূগোল, বিজ্ঞানসহ নানা বিষয়ে জ্ঞান অর্জনে সহায়তা করা।

৪. মহাকাশযানের গতিবিধি নিয়ন্ত্রণ করা।

৫. লেখাপড়া আকর্ষণীয় করার জন্য পাঠ্য বিষয়সংশ্লিষ্ট ছবি এবং ছবির সঙ্গে কথা ও সংগীতের সংযোজন করা।

গ. কম্পিউটার হলো একধরনের ইলেকট্রনিক যন্ত্র। এটি দিয়ে নানা রকম কাজ কাজ করা যায়। কম্পিউটারের পাঁচটি কাজ নিচে লেখা হলো:

১. কম্পিউটারে টাইপ করা যায়।

২. কম্পিউটার দিয়ে দ্রুত ও নির্ভুলভাবে বড় বড় অঙ্ক করা যায়।

৩. ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকের টাকাপয়সার হিসাব রাখা যায়।

৪. বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়।

৫. কম্পিউটারে ছবি দেখা ও গান শোনা যায়।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা