বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রতিদান

১১. কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান?

ক. কবি প্রিয়াকে

খ. যে কবিকে পর করেছে

গ. যে কবিকে ভালোবেসেছে

ঘ. যে কবির মন ভেঙেছে

১২. ‘প্রতিদান’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে?

ক. হলুদ ফুল খ. সাদা ফুল

গ. লাল ফুল ঘ. রঙিন ফুল

১৩. ‘প্রতিদান’ কবিতায় কবি দীর্ঘ রাতকে কী বলেছেন?

ক. বড় রাত খ. দীঘল রজনী

গ. দীঘল প্রহর ঘ. শূন্য প্রহর

১৪. ‘মালঞ্চ’ শব্দের অর্থ কী?

ক. মালি

খ. ফুলের বাগান

গ. গোলাপ ফুলের বাগান

ঘ. রজনীগন্ধা ফুলের বাগান

১৫. ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?

ক. সব সময় খ. সময়

গ. নিয়ত ঘ. নিরিবিলি

১৬. কবি অন্যকে আপন করতে চান, কারণ কী?

ক. কবির আপন কেউ না থাকায়

খ. কবি সবাইকে আপন ভাবেন বলে

গ. কবি অসহায় বলে

ঘ. কবিকে পর করেছে বলে

১৭. কবি দীঘল রজনী জাগেন, কারণ কী?

ক. ঘুম হরণের জন্য

খ. কবিতা লেখার জন্য

গ. শত্রুর ভয়ে

ঘ. জোনাকি পোকা দেখার জন্য

১৮. কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান?

ক. কবি সৌন্দর্যের পূজারি বলে

খ. কবির বাড়িতে ফুলের বাগান রয়েছে বলে

গ. কবিকে কাঁটা দিয়েছে বলে

ঘ. ফুল পবিত্রতার প্রতীক বলে

১৯. কবি ‘বিষে-ভরা বাণ’ বলতে কী বুঝিয়েছেন?

ক. বিষের পেয়ালা খ. হিংসাত্মক কথা

গ. বিষের ছুরি ঘ. বিষের বোতল

২০. ‘সাজাই নিরন্তর’ বলতে কী বোঝায়?

ক. প্রকাশ করা

খ. সৃষ্টি করা

গ. নতুনের আগমন

ঘ. ধ্বংস করা

সঠিক উত্তর

প্রতিদান: ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.খ ১৫.গ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা