সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

২১. যুক্তফ্রন্ট কোন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল?

ক. ধানের শীষ খ. লাঙ্গল

গ. নৌকা ঘ. শাপলা

২২. যুক্তফ্রন্ট জনগণের সামনে কত দফা কর্মসূচি প্রকাশ করে?

ক. ৬ দফা খ. ১১ দফা

গ. ২১ দফা ঘ. ৮ দফা

২৩. যুক্তফ্রন্টের বিজয়কে পত্রপত্রিকায় কী বলে আখ্যায়িত করা হয়েছিল?

ক. বিপুল জয় খ. ব্যালট জয়

গ. ভোট–বিপ্লব ঘ. ব্যালট–বিপ্লব

২৪. ১৯৫৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দল বা জোটের তরুণ নেতা ছিলেন?

ক. যুক্তফ্রন্টের খ. গণতন্ত্রী দলের

গ. আওয়ামী লীগ ঘ. মুসলিম লীগ

২৫. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন পায়?

ক. ২৩৫টি খ. ২৩৬টি

গ. ২৩৭টি ঘ. ২৩৮টি

২৬. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?

ক. ১০৪টি খ. ১৫৪টি

গ. ১৬০টি ঘ. ১৬৭টি

২৭. বঙ্গবন্ধু পাকিস্তানের কোন শহরে ছয় দফা পেশ করেছিলেন?

ক. করাচি খ. পেশোয়ার

গ. লাহোর ঘ. রাওয়ালপিন্ডি

২৮. ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. এ কে ফজলুল হক

গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

ঘ. মাওলানা ভাসানী

২৯. ঐতিহাসিক ‘আগরতলা মামলা’ কত সালে দায়ের করা হয়?

ক. ১৯৬৭ সালে খ. ১৯৬৮ সালে

গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭০ সালে

৩০. আগরতলা মামলার মোট আসামি কত জন?

ক. ৩৫ জন খ. ৩৮ জন

গ. ৪০ জন ঘ. ৪৫ জন

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.গ ২২.গ ২৩.ঘ ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.ক

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)