পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ২ - শূন্যস্থান পূরণ (১১-১৭)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১১. প্রশ্ন: বায়ু, পানি, মাটি ও শব্দ—----মাধ্যমেই সাধারণত পরিবেশ দূষিত হচ্ছে।

উত্তর: দূষণের

১২. প্রশ্ন: বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে—----দূষিত করে।

উত্তর: বায়ু

১৩. প্রশ্ন: গাছপালা ও ময়লা-আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে—----দূষিত হয়।

উত্তর: বায়ু

১৪. প্রশ্ন: বায়ুদূষণের ফলে পরিবেশের ওপর—----প্রভাব পড়ছে।

উত্তর: ক্ষতিকর

১৫. প্রশ্ন: বায়ুদূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও—----বৃষ্টি হচ্ছে।

উত্তর: অ্যাসিড

১৬. প্রশ্ন: বায়ুদূষণের ফলে মানুষ ফুসফুসের—----রোগে আক্রান্ত হচ্ছে।

উত্তর: ক্যানসার

১৭. প্রশ্ন: পানিদূষণের ফলে জলজ—----শৃঙ্খলে ব্যাঘাত ঘটেছে।

উত্তর: খাদ্য

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা