নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ ৩৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছদ ৩৪

১১. যৌগিক বাক্যের ক্ষেত্রে কোন যতিচিহ্ন যোজকের কাজ করে?

ক. কমা খ. সেমিকোলন

গ. ড্যাশ ঘ. সব কটিই

১২. রূপান্তর করলেও বাক্যের কী অপরিবর্তিত থাকে?

ক. অর্থ খ. ভাব

গ. গঠন ঘ. বিন্যাস

১৩. ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’—কোন ধরনের বাক্য?

ক. জটিল খ. যৌগিক

গ. সরল ঘ. নেতিবাচক বাক্য

১৪. ‘যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে’—কোন ধরনের বাক্য?

ক. নির্দেশ বাক্য খ. সরল বাক্য

গ. যৌগিক বাক্য ঘ. জটিল বাক্য

১৫. ‘তার দর্শনমাত্রই আমরা প্রস্থান করলাম।’— এটি কোন বাক্যের উদাহরণ?

ক. মিশ্র বাক্য খ. জটিল বাক্য

গ. যৌগিক বাক্য ঘ. সরল বাক্য

১৬. ‘তার টাকা আছে, কিন্তু তিনি দান করেন না’—এটা কী বাক্য?

ক. মিশ্র বাক্য খ. যৌগিক বাক্য

গ. সরল বাক্য ঘ. সাধারণ বাক্য

১৭. ‘বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।’—গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকারের?

ক. সরল খ. জটিল

গ. যৌগিক ঘ. মিশ্র

১৮. ‘তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি’—উদাহরণটি কোন বাক্যের?

ক. সরল বাক্য খ. জটিল বাক্য

গ. যৌগিক বাক্য ঘ. সংযুক্ত বাক্য

১৯. ‘সত্য কথা না বলে বিপদে পড়েছি’—এটা কোন বাক্য?

ক. যৌগিক বাক্য খ. সরল বাক্য

গ. জটিল বাক্য ঘ. মিশ্র বাক্য

২০. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’—বাক্যটি কোন বাক্যের উদাহরণ?

ক. সরল বাক্য খ. যৌগিক বাক্য

গ. জটিল বাক্য ঘ. মিশ্র বাক্য

সঠিক উত্তর

পরিচ্ছদ ৩৪: ১১.ঘ ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.গ ১৮.গ ১৯.খ ২০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকই