শব্দগুলো খালি জায়গায় বসাও : শখের মৃৎশিল্প | বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

শখের মৃৎশিল্প

নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

শখ, নকশা, মৃৎশিল্প, টেপাপুতুল, টেরাকোটা

ক. এই যে ____ দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।

খ. মাটির পুতুল জমানো আমার একটি ____ ।

গ. মাটির তৈরি শিল্পকর্মকে ____ বলে।

ঘ. আমরা মেলা থেকে অনেক ____ কিনলাম।

আরও পড়ুন

উত্তর:

ক. এই যে নকশা দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।

খ. মাটির পুতুল জমানো আমার একটি শখ

গ. মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে।

ঘ. আমরা মেলা থেকে অনেক টেপাপুতুল কিনলাম।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন