দশম শ্রেণি - হিসাববিজ্ঞান | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

১. খতিয়ানকে কী বলা হয়?

ক. খতিয়ান খসড়া বই

খ. হিসাবের সহকারী বই

গ. হিসাবের পাকা বই

ঘ. হিসাবের বিবরণী বই

২. খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ কোনটি?

ক. লিপিবদ্ধকরণ খ. শ্রেণিবিন্যাসকরণ

গ. পোস্টিং ঘ. ব্যালেন্সিং

৩. লেনদেনগুলোর সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?

ক. জাবেদা খ. রেওয়ামিল

গ. খতিয়ান ঘ. বিশদ আয় বিবরণী

৪. খতিয়ান উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য কোনটি?

ক. হিসাবের সংক্ষিপ্তকরণ

খ. গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ

গ. হিসাবগুলোকে শ্রেণিবদ্ধ ও সারিবদ্ধভাবে লিপিবদ্ধকরণ

ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

৫. খতিয়ানের আধুনিক চলমান জের ছকে কয়টি টাকার ঘর থাকে?

ক. তিনটি খ. চারটি

গ. ছয়টি ঘ. সাতটি

৬. আধুনিক কালে হিসাবের কোন ছকটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে?

ক. চলমান জের ছক

খ. টি ছক

গ. হিসাবের নতুন ছক

ঘ. আধুনিক ছক

৭. কোনটির নামে সহকারী খতিয়ান খোলা হয়?

ক. ব্যাংক হিসাব

খ. আসবাবপত্র হিসাব

গ. দেনাদারের হিসাব

ঘ. নগদান হিসাব

৮. খতিয়ানকে নির্ভুল রাখার জন্য প্রাথমিকভাবে কোন হিসাব বইটি বেশি প্রয়োজন?

ক. জাবেদা বই

খ. নগদান বই

গ. ক্রয় ফেরত বই

ঘ. বিক্রয় ফেরত বই

৯. রেওয়ামিল ও চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয় কিসের সাহায্যে?

ক. নগদান হিসাব খ. জাবেদা

গ. খতিয়ান ঘ. ক্রয় বই

১০. কোন হিসাবটি বাধ্যতামূলক?

ক. ঘটনা খ. জাবেদা

গ. খতিয়ান ঘ. রেওয়ামিল

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১.গ ২.গ ৩.গ ৪.খ ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.গ ১০.গ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা