বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৪. প্রশ্ন: ‘সোনালি আঁশ’ কাকে বলে? পাটের তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো।

উত্তর: পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয়।

পাটের তৈরি কয়েকটি জিনিস হলো—রশি, চট বা বস্তা, পাটের ব্যাগ কার্পেট ইত্যাদি।

৫. প্রশ্ন: পাটকলগুলো প্রধানত কোন কোন জেলায় অবস্থিত এবং নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত কেন?

উত্তর: পাটকলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুরসহ নদীতীরবর্তী জেলায় অবস্থিত। নদীতীরবর্তী অঞ্চলে অবস্থিত অন্যতম কারণ হচ্ছে পরিবহন পাটের সুবিধার।

আরও পড়ুন

৬. প্রশ্ন: বাংলাদেশের কোন কোন অঞ্চলে চা বেশি উত্পন্ন হয়? বর্তমানে কোন জেলায় চা চাষ হচ্ছে?

উত্তর: বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উত্পন্ন হয়। তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলায়ও চা চাষ হচ্ছে।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন