সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৮
১১. ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?
ক. ২.১৭% খ. ২.০২%
গ. ২.০৩% ঘ. ২.০৪%
১২. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?
ক. ১.৩১% খ. ১.৩২%
গ. ১.৩৩% ঘ. ১.৩৭%
১৩. ১৬ বছর বয়সে সিমির বিয়ে হয়। এখন সে তিন সন্তানের জননী। সিমির ক্ষেত্রে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কোন কারণ প্রতিফলিত হয়েছে?
ক. বাল্যবিবাহ
খ. বহুবিবাহ
গ. ধর্মীয় কুসংস্কার
ঘ. নারী শিক্ষার অভাব
১৪. জনসংখ্যার পরিবর্তন নিচের কোনটির ওপর বেশি নির্ভরশীল?
ক. স্থানান্তর
খ. নারীর অবস্থান
গ. অর্থনৈতিক অবস্থা
ঘ. মানুষের মূল্যবোধ
১৫. জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে কী বোঝায়?
ক. জনসংখ্যার অভ্যন্তরীণ স্থানান্তর
খ. জনসংখ্যার কাঠামোর পরিবর্তন
গ. জনসংখ্যার অর্থনৈতিক পরিবর্তন
ঘ. জনসংখ্যার রাজনৈতিক পরিবর্তন
১৬. একটি দেশের জনসংখ্যার বয়সকাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১৭. যে দেশে প্রাপ্তবয়স্ক লোক বেশি হবে, সে দেশে কোনটি বেশি হবে?
ক. জন্মহার খ. স্থানান্তর
গ. মৃত্যুহার ঘ. পরিবর্তনশীলতা
১৮. মৃত্যুহার হ্রাস পাওয়ায় কোন বয়সী জনসংখ্যার হার দ্রুত বৃদ্ধি পায়?
ক. শিশু খ. কিশোর
গ. তরুণ ঘ. বৃদ্ধ
১৯. বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে জনবসতি কম কেন?
ক. পাহাড় ও পর্বতে ঘেরা বলে
খ. জলবায়ু চরমভাবাপন্ন বলে
গ. প্লাবন সমভূমি বলে
ঘ. বরেন্দ্রভূমির অন্তর্ভুক্ত হওয়ার কারণে
২০. জনসংখ্যার পরিবর্তনশীলতা প্রধানত নির্ভর করে—
i. জন্মহারের ওপর
ii. মৃত্যুহারের ওপর
iii. সামাজিক গতিশীলতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.ঘ
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা