অধ্যায় ৪

১১. ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত নিচের কোন জেলা?

ক. চট্টগ্রাম খ. রংপুর

গ. ঢাকা ঘ. খুলনা

১২. নিচের কোন রেখা বাংলাদেশের মাঝ বরাবর অতিক্রম করেছে?

ক. বিষুবরেখা খ. কর্কটক্রান্তি

গ. অক্ষরেখা ঘ. মকরক্রান্তি

১৩. বাংলাদেশের মানুষের জীবন–জীবিকার পরিবর্তন আনতে প্রধান নিয়ামক কোনটি?

ক. জলবায়ু খ. আবহাওয়া

গ. প্রাকৃতিক দুর্যোগ ঘ. সামাজিক অবস্থা

১৪. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে (আদমশুমারি–২০১১) জনসংখ্যার ঘনত্ব কত?

ক. ৮৭৬ জন খ. ৯১৫ জন

গ. ১০১৫ জন ঘ. ১১১৫ জন

১৫. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

ক. কেওক্রাডং খ. পিরামিড

গ. তাজিংডং ঘ. মোদকমুয়াল

আরও পড়ুন

দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১১-১২০)

১৬. লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে কত দূরে অবস্থিত?

ক. ৫ কি.মি. পূর্বে খ. ৬ কি.মি. দক্ষিণে

গ. ৭ কি.মি. উত্তরে ঘ. ৮ কি.মি. পশ্চিমে

১৭. লালমাই পাহাড়ের আয়তন কত?

ক. ২০ বর্গ কি.মি. খ. ২৬ বর্গ কি.মি.

গ. ৩০ বর্গ কি.মি. ঘ. ৩৪ বর্গ কি.মি.

১৮. ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্পবলয়–সংবলিত মানচিত্রে কয়টি বলয় দেখিয়েছে?

ক. ৩টি খ. ৫টি

গ. ৮টি ঘ. ১২টি

১৯. জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত?

ক. নবম খ. দশম

গ. একাদশ ঘ. দ্বাদশ

২০. বাংলাদেশের পূর্বে অবস্থিত কোনটি?

ক. মেঘালয় খ. মিজোরাম

গ. বিহার ঘ. পশ্চিমবঙ্গ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.গ ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক ১৯.ক ২০.খ

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

আরও পড়ুন

দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১২১-১৩০)