বাংলা - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

সংক্ষেপে উত্তর দাও:

প্রশ্ন: কোন বাঙালি বিজ্ঞানীর নাম চাঁদে পৌঁছে গেছে?

উত্তর: বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর।

প্রশ্ন:  বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: জগদীশচন্দ্র বসু বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন: ‘লেখাপড়া শুরু করা উচিত মাতৃভাষা বাংলা দিয়ে।’ কথাটি কে মনে করতেন?

উত্তর: জগদীশচন্দ্র বসুর পিতা। 

প্রশ্ন: কোন কলেজ থেকে জগদীশচন্দ্র বসু বিএ পাস করেন?

উত্তর: কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে।

প্রশ্ন: কোন শিক্ষক জগদীশচন্দ্রের মনে প্রাকৃতিক বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি করেন?

উত্তর: ইউজিন লাঁফো।

প্রশ্ন: কত সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশচন্দ্র বসু ইংল্যান্ডে যান?

উত্তর: ১৮৮০ সালে।

প্রশ্ন: গণিতের সবচেয়ে উঁচু ডিগ্রির নাম কী?

উত্তর: ​র৵াংলার। 

প্রশ্ন: জগদীশচন্দ্রের কোন শিক্ষক নোবেল পুরস্কার পেয়েছিলেন?

উত্তর: লর্ড র৵ালে।

প্রশ্ন: উদ্ভিদের যে প্রাণ আছে তা কে প্রমাণ করেন?

উত্তর: জগদীশচন্দ্র বসু।

প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কী? 

উত্তর: ক্রেসকোগ্রাফ।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা