ডিজিটাল প্রযুক্তি - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ৬

‘বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময়’ থেকে আরও কিছু নতুন শব্দ সম্পর্কে জেনে নাও

মাইক্রোওয়েভ: মাইক্রোওয়েভ হলো উচ্চকম্পাঙ্কের রেডিও ওয়েভ। ১ গিগাহার্জ বা তার চেয়ে বেশি কম্পাঙ্কে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ সিস্টেমে ব্যবহৃত অ্যানটেনা কোনো ভবন বা টাওয়ারের ওপর বসানো হয় যাতে সিগন্যাল বাধাহীনভাবে বেশি দূরে পাঠানো যায়। মাইক্রোওয়েভ সিস্টেমের দুটি অংশ থাকে। একটি ট্রান্সমিট করার কাজে এবং অন্যটি সিগন্যাল রিসিভ করার কাজে।

অ্যানটেনা: যে ডিভাইস বা যন্ত্রের মাধ্যমে রেডিও তরঙ্গ গ্রহণ ও প্রেরণ করা যায়, তা হলো অ্যানটেনা। তারবিহীন নেটওয়ার্কের ভিত্তি হলো অ্যানটেনা।

নেটওয়ার্ক টাওয়ার: নেটওয়ার্ক টাওয়ার হলো বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস)। এটি মোবাইল ডিভাইসে রেডিও সিগন্যাল পাঠায় ও গ্রহণ করে।

সার্ভার: সার্ভার হলো এমন একটি কম্পিউটার প্রোগ্রাম, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে সেবা প্রদান করে। সার্ভারের প্রধান কাজ হলো, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তথ্য প্রদান করা। অর্থাৎ নেটওয়ার্কের ব্যবহারকারীরা যেসব তথ্য জানতে চান, সেগুলো সঠিকভাবে প্রদান করা হলো সার্ভারের কাজ।

ক্লায়েন্ট: কম্পিউটার প্রোগ্রাম বা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে নেটওয়ার্কের অন্য কম্পিউটার থেকে যে সেবা গ্রহণ করে তাকে ক্লায়েন্ট বলে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা