ভাব ও কাজ

২১. ভাবের সঙ্গে কাজের সম্পর্কের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?

ক. একে অপরের পরিপূরক

খ. আসমান-জমিন তফাত

গ. কোনো তফাত নেই

ঘ. অত্যন্ত মধুর সম্বন্ধ

২২. কাজী নজরুল ইসলামের রচনাবলি কোন চেতনা বহন করে?

ক. অসাম্প্রদায়িক চেতনা

খ. মানবতার চেতনা

গ. বিদ্রোহের চেতনা

ঘ. জীবনবাদী চেতনা

২৩. কাজী নজরুল ইসলামের পড়াশোনা সমাপ্তির পেছনে কোন কারণটি মূর্ত হয়ে উঠেছে?

ক. অর্থনৈতিক অসচ্ছলতা

খ. প্রথম মহাযুদ্ধে অংশগ্রহণ

গ. কাব্যচর্চায় মনোনিবেশ

ঘ. পিতা–মাতার অকালমৃত্যু

২৪. ‘ভাবের সুরা পান করো, কিন্তু জ্ঞান হারাইও না।’ এ বাক্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক. অতি ভাব কর্ম–উদ্দীপনা নষ্ট করে

খ. অতি ভাব কর্ম–উদ্দীপনা জাগায়

গ. কর্মসাধনের জন্য ভাবে মাতাল হওয়া প্রয়োজন

ঘ. অতি ভাব কর্মের পথ সহজ করে

২৫. কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে সমর্থনযোগ্য–

i. চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন

ii. বাংলা ভাষার বিপক্ষে ছিলেন

iii. আরবি-ফারসি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. কাজী নজরুল ইসলাম যে রচনা লিখে প্রশংসা পেয়েছেন, তার সঙ্গে সম্পৃক্ত—

i. সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা

ii. শ্যামাসংগীত

iii. ইসলামি গান ও গজল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. কাজী নজরুল ইসলামের কবিতায় যে বিদ্রোহী উচ্চারণ প্রকাশ পেয়েছে—

i. ব্রিটিশ পরাধীনতার বিরুদ্ধে

ii. অন্যায়ের বিরুদ্ধে

iii. ধর্মের বিরুদ্ধে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বিদ্যালয় কর্তৃপক্ষ রাতের বেলা এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেয়, আগামীকাল সকাল ১০টায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখল যে কর্তৃপক্ষের পরীক্ষা গ্রহণের কোনো উদ্যোগ নেই।

২৮. বিদ্যালয় কর্তৃপক্ষ ‘ভাব ও কাজ’ প্রবন্ধে কাদের প্রতিনিধিত্ব করে?

ক. ভাবের বাঁশিবাদক

খ. নিঃস্বার্থ ত্যাগী ঋষি

গ. দস্তুরমতো সাপুড়ে

ঘ. ঘুমকাতর কুম্ভকর্ণ

২৯. উদ্দীপকের আলোকে বিদ্যালয় কর্তৃপক্ষের অভাব ছিল—

i. ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তির

ii. বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সচেতনতার

iii. মহৎ কাজে শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদানে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘উদোম ষাঁড়’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. বন্ধনযুক্ত ষাঁড়

খ. বন্ধনমুক্ত ষাঁড়

গ. স্বাস্থ্যবান ষাঁড়

ঘ. উন্নত জাতের ষাঁড়

সঠিক উত্তর

ভাব ও কাজ: ২১.খ ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.ক ২৮.ক ২৯.গ ৩০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)