অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১০ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১০

১১. বাংলাদেশ সরকার কত সালে মাদকবিরোধী সার্ক কনভেনশনে স্বাক্ষর করেছে?

ক. ১৯৯০ সালে খ. ১৯৯২ সালে

গ. ১৯৯১ সালে ঘ. ২০০৫ সালে

১২. জাপানে কিশোর অপরাধীর বয়সসীমা কত?

ক. ১৪ থেকে ২০ বছর

খ. ১৫ থেকে ২০ বছর

গ. ১৬ থেকে ২০ বছর

ঘ. ১৭ থেকে ২০ বছর

১৩. বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?

ক. ৬-১৬ বছর বয়সের খ. ৭-১৬ বছর বয়সের

গ. ৮-১৬ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের

১৪. থাইল্যান্ড ও পাকিস্তানে কত বছর বয়সের কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়?

ক. ৭-১৬ বছর বয়সের খ. ৬-১৬ বছর বয়সের

গ. ৭-১৮ বছর বয়সের ঘ. ৯-১৬ বছর বয়সের

১৫. মাদকাসক্তির বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়?

ক. ধর্মীয় শিক্ষার মাধ্যমে

খ. নৈতিক মূল্যবোধ শিক্ষার মাধ্যমে

গ. অপরাধীর শাস্তি নিশ্চিত করে

ঘ. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শিক্ষার মাধ্যমে

আরও পড়ুন

১৬. কিশোর অপরাধ বলতে কী বোঝায়?

ক. অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত বিভিন্ন অপরাধ

খ. প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধ

গ. কিশোরী মেয়েদের দ্বারা সংঘটিত অপরাধ

ঘ. ১৮ বছরের ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধ

১৭. শিশু-কিশোরেরা অপরাধী হয়ে ওঠে—

i. কর্মস্থলে বেশি ব্যস্ততার কারণে

ii. আদর–যত্নের অভাবে

iii. পিতা-মাতার অকাল মৃত্যু বা বিবাহবিচ্ছেদের কারণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে কী করা যাবে না?

ক. গল্প করা খ. ধূমপান করা

গ. জোরে কথা বলা ঘ. দাঁড়িয়ে থাকা

১৯. সন্তানেরা পরিবারে অসংযত আচরণ করে এবং পরে অপরাধী হিসেবে বেড়ে ওঠে, যদি তাদের পিতা মাতা—

i. সংসারত্যাগী হয়

ii. উদাসীন ও অযোগ্য হয়

iii. দুশ্চরিত্র ও অপরাধী হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. আনন্দময় পরিবেশে সুস্থভাবে বেড়ে ওঠে—

i. যারা ছোটবেলা থেকেই খেলাধুলা ও সংগীত চর্চা করে

ii. যারা ছোটবেলা থেকেই ছবি আঁকে ও শরীর চর্চা করে

iii. যারা ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কাজের সঙ্গে থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১০: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন