দশম শ্রেণির অভ্যন্তরীণ পরীক্ষাভিত্তিক ২০২৪ সালের পাঠ্যসূচি বিভাজন - যশোর বোর্ড

যশোর শিক্ষা বোর্ডের অধীনে নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ের (সরকারি ও বেসরকারি) অভিজ্ঞ প্রধান শিক্ষক, বিষয় শিক্ষকগণ ও বোর্ডের কর্মকর্তাগণের সঙ্গে কর্মশালা ও মতবিনিময়ের ভিত্তিতে দশম শ্রেণির নিচের বিষয় ও পত্রে প্রশ্নব্যাংকের মাধ্যমে প্রণীত প্রশ্নপত্র সরবরাহ করে অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ‘পাঠ্যসূচি বিভাজন ২০২৪’ প্রণয়ন করেছেন। নিচে তা প্রকাশ করা হলো। যে শ্রেণি ও বিষয়ে প্রশ্নব্যাংকের মাধ্যমে প্রণীত প্রশ্নপত্র সরবরাহ করে অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণ করা হবে, তা উল্লেখ করা হলো।

দশম শ্রেণির পরীক্ষার বিষয়: ১. বাংলা ১ম পত্র ২. বাংলা ২য় পত্র ৩. ইংরেজি ১ম পত্র ৪. ইংরেজি ২য় পত্র ৫. গণিত ৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৭. ইসলাম ও নৈতিক শিক্ষা ৮. হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা ৯. বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০. বিজ্ঞান ১১. পদার্থবিজ্ঞান ১২. রসায়ন ১৩. জীববিজ্ঞান ১৪. উচ্চতর গণিত ১৫. হিসাববিজ্ঞান ১৬. ফিন্যান্স ও ব্যাংকিং ১৭. ভূগোল ও পরিবেশ ১৮. পৌরনীতি ও নাগরিকতা ১৯. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা।

# যেসব বিষয়ের প্রশ্নপত্র যশোর শিক্ষা বোর্ড থেকে সরবরাহ করা হবে না, সেসব বিষয়ের প্রশ্নপত্র নিজ নিজ প্রতিষ্ঠানকে নিজ দায়িত্বে প্রণয়ন করে পরীক্ষা নিতে হবে। পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

Jessore Board - ProthomAlo Porasona.pdf