বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ৪ | পৌরনীতি ও নাগরিকতা - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১১. কোন শাসনব্যবস্থায় ব্যক্তিস্বাধীনতার বিকাশ ঘটে?

ক. সমাজতান্ত্রিক খ. রাজতান্ত্রিক

গ. গণতান্ত্রিক ঘ. একনায়কতান্ত্রিক

১২. কোন রাষ্ট্রব্যবস্থায় জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে?

ক. গণতন্ত্র খ. রাজতন্ত্র

গ. একনায়কতন্ত্র ঘ. স্বৈরতন্ত্র

১৩. গণতন্ত্রের বাহন কোনটি?

ক. আইনের শাসন খ. অর্থনৈতিক সাম্য

গ. পরমতসহিষ্ণুতা ঘ. নির্বাচন

১৪. কোনটি নমনীয় শাসনব্যবস্থা?

ক. গণতন্ত্র খ. একনায়কতন্ত্র

গ. রাজতন্ত্র ঘ. সমাজতন্ত্র

১৫. ‘গণতন্ত্রের প্রাণ’ কোনটি?

ক. আইনের শাসন খ. নির্বাচন

গ. রাজনৈতিক দল ঘ. বিরোধী দল

আরও পড়ুন

১৬. কোন রাষ্ট্রে নিয়মতান্ত্রিক পন্থায় সরকারের পরিবর্তন হয়?

ক. রাজতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক

গ. গণতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক

১৭. কীভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন হয়?

ক. অভিশংসনের মাধ্যমে

খ. গণ–অভ্যুত্থানে

গ. নিয়মতান্ত্রিক পন্থায়

ঘ. সামরিক অভ্যুত্থানে

১৮. গণতান্ত্রিক রাষ্ট্রে কতটি রাজনৈতিক দল থাকে?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. একাধিক

১৯. মার্কিন যুক্তরাষ্ট্র কোন ধরনের রাষ্ট্র?

ক. গণতান্ত্রিক খ. একনায়কতান্ত্রিক

গ. সমাজতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক

২০. কোন ধরনের রাষ্ট্রব্যবস্থায় নাগরিকের অধিকার সংরক্ষিত হয়?

ক. গণতান্ত্রিক খ. রাজতান্ত্রিক

গ. স্বৈরতান্ত্রিক ঘ. একনায়কতান্ত্রিক

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.ক ১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.ক

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন