অধ্যায় ৩
৩১. স্বপ্না সেমাই রান্না করার জন্য কিছু কিশমিশ পানিতে ভিজিয়ে রাখল। কিছুক্ষণ পর এগুলো ফুলে উঠল। এর সঙ্গে কোন প্রক্রিয়াটি সম্পৃক্ত?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. প্রস্বেদন ঘ. রস উত্তোলন
৩২. কোনটিকে Necessary evil বলা হয়?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. শ্বসন ঘ. প্রস্বেদন
৩৩. প্রস্বেদন কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৩৪. শোষণ হলো—
i. ব্যাপন ও অভিস্রবণের যৌথ ফল
ii. অভিস্রবণ ও প্রস্বেদনের যৌথ ফল
iii. ব্যাপন ও প্রস্বেদনের যৌথ ফল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুলদানিতে রাখল। সন্ধ্যাবেলা সে লক্ষ করল, ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ে পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ করল।
৩৫. উদ্দীপকে বিশেষ প্রক্রিয়াটি কী?
ক. ব্যাপন খ. শ্বসন
গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ
৩৬. উল্লিখিত প্রক্রিয়ায়—
i. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে
ii. উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়
iii. উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. শ্বসন ঘ. প্রস্বেদন
অনুচ্ছেদটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অর্পা মশা তাড়ানোর জন্য অ্যারোসল স্প্রে করল। দরজা খোলা থাকায় পাশের রুমে তার মা অ্যারোসলের গন্ধ পেল।
৩৮. উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়টি কী?
ক. ইমবাইবিশন খ. অভিস্রবণ
গ. ব্যাপন ঘ. প্রস্বেদন
৩৯. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ মাটি থেকে—
i. পানি শোষণ করে
ii. খনিজ লবণ শোষণ করে
iii. খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের—
i. ঊর্ধ্বমুখী পরিবহন হয়
ii. নিম্নমুখী পরিবহন হয়
iii. পরিবহন হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩১.খ ৩২.ঘ ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.গ ৩৯.গ ৪০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)