অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

১. পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কোন বলের প্রভাবে?

ক. অভিকর্ষ খ. মহাকর্ষ

গ. ওজনহীনতা ঘ. ত্বরণ

২. কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে বলে?

ক. অভিকর্ষ খ. মহাকর্ষ

গ. ত্বরণ ঘ. মহাকর্ষীয় ধ্রুবক

৩. সূর্য ও চাঁদ। এ দুইয়ের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?

ক. ত্বরণ খ. অভিকর্ষণ

গ. মহাকর্ষ ঘ. অভিকর্ষজ ত্বরণ

৪. পৃথিবী ও তোমার হাতে ফুটবল। এ দুইয়ের মধ্যে যে আর্কষণ তাকে কী বলে?

ক. অভিকর্ষীয় ত্বরণ

খ. মহাকর্ষ

গ. অভিকর্ষ

ঘ. পারমাণবিক ত্বরণ

৫. কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হবে?

ক. মেরু অঞ্চলে খ. বিষুব অঞ্চলে

গ. ভূপৃষ্ঠে ঘ. পৃথিবীর কেন্দ্রে

৬. ‘g’ এর মান সবচেয়ে বেশি কোথায়?

ক. বাতাসে খ. পানিতে

গ. মেরু অঞ্চলে ঘ. কর্কটকান্তিতে

৭. কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে কী বলে?

ক. ভর খ. ওজন

গ. ত্বরণ ঘ. ভার

৮. ওজনের একক কী?

ক. গ্রাম খ. নিউটন

গ. কিলোগ্রাম ঘ. লিটার

৯. ভৃপৃষ্ঠ থেকে যত উপর ওঠা যাবে বস্তুর ওজন তত কী হবে?

ক. কমবে খ. বাড়বে

গ. একই থাকবে ঘ. শূন্য হবে

১০. বলের একক কী?

ক. নিউটন খ. জুল

গ. ক্যালরি ঘ. গ্রাম

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১.খ ২.ক ৩.গ ৪.গ ৫.ক ৬.গ ৭.ক ৮.খ ৯.ক ১০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) ▶