পঞ্চম শ্রেণি - বাংলা | ক্রিয়াপদের চলিত রূপ (৯১-১০০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

ক্রিয়াপদের চলিত রূপ

৯১. প্রশ্ন: রংধনুর মনভোলানো রঙে আকাশ রঙিন হইয়াছে।

উত্তর: রংধনুর মনভোলানো রঙে আকাশ রঙিন হয়েছে।

৯২. প্রশ্ন: দীপা ভাত খাইতেছে।

উত্তর: দীপা ভাত খাচ্ছে।

৯৩. প্রশ্ন: বাবা সকালে হাঁটতে যাইতেন।

উত্তর: বাবা সকালে হাঁটতে যেতেন।

৯৪. প্রশ্ন: ফারিয়ার জন্য টুকটুকে জামা কিনিয়া আনিব।

উত্তর: ফারিয়ার জন্য টুকটুকে জামা কিনে আনব।

৯৫. প্রশ্ন: মাঠের পর মাঠ চলিয়া গিয়াছে।

উত্তর: মাঠের পর মাঠ চলে গেছে।

আরও পড়ুন

৯৬. প্রশ্ন: দুটি গ্রামের লোক মিলিয়া মিশিয়া আছে।

উত্তর: দুটি গ্রামের লোক মিলেমিশে আছে।

৯৭. প্রশ্ন: মালেক নদীতে বড়শি দিয়ে মাছ ধরিতেছে।

উত্তর: মালেক নদীতে বড়শি দিয়ে মাছ ধরছে।

৯৮. প্রশ্ন: বাঁশবাগানে পাখিদের মেলা বসিয়াছে।

উত্তর: বাঁশবাগানে পাখিদের মেলা বসেছে।

৯৯. প্রশ্ন: নদীর তীরে বসে রোদ পোহাইব।

উত্তর: নদীর তীরে বসে রোদ পোহাব।

১০০. প্রশ্ন: রাখালের সহিত রাজপুত্রের বন্ধুত্ব।

উত্তর: রাখালের সঙ্গে রাজপুত্রের বন্ধুত্ব।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন