বিজ্ঞান পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার উপদেশমূলক লেখা লিখছি। আশা করি, তোমরা আসন্ন পরীক্ষার জন্য ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছ।

তোমাদের নিয়ে তোমাদের মা–বাবা, শিক্ষক, তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠান অনেক স্বপ্ন দেখছে। তোমরা ভালো ফলাফল করে সবার মুখ উজ্জ্বল করবে,নিজেদের স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে যাবে।

আজকের আলোচনায় আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব

১. তোমরা কীভাবে বিজ্ঞান বিষয়ে প্রস্তুতি নেবে।

২. পরীক্ষার খাতায় কীভাবে লিখলে তুমি ভালো নম্বর পাবে।

৩. পরীক্ষার হলে তোমার করণীয় কী কী।

আগামী ২১ মে রোববার তোমাদের বিজ্ঞান পরীক্ষা। কারও কারও প্রস্তুতি ভালো হয়েছে আবার কারও কারও এখনো প্রস্তুতি শেষ হয়নি। মনে রাখতে হবে যে প্রস্তুতির শেষ নেই।

তোমার যদি এখনো কোনো অধ্যায় পড়া শেষ না হয়ে থাকে, তাহলে অধ্যায়টি বুঝে পড়ে নাও। তারপর মডেল টেস্ট পেপার থেকে কমপক্ষে ৩০টি বোর্ড ও স্কুলের নৈর্ব্যক্তিক প্রশ্ন বুঝে সমাধান করো। ১৫টি বোর্ড ও স্কুলের সৃজনশীল প্রশ্ন বুঝে পড়বে। মনে রাখতে হবে যে গাইড বা মেড ইজির উত্তর মুখস্ত করে হুবহু এসএসসি পরীক্ষার খাতায় লেখার দরকার নেই। বুঝে নিজেই যথাযথভাবে উত্তর লিখবে।

সমাধান করা শেষ হলে বোর্ড বা স্কুলের প্রশ্নে সময় ধরে পরীক্ষা দেবে এবং খাতা তোমার স্কুলের অভিজ্ঞ শিক্ষক দিয়ে মূল্যায়ন করাবে এবং নিশ্চিত হবে তোমার উত্তরের মান সম্পর্কে।

পরীক্ষার হলে আগে প্রশ্ন ভালো করে পড়ে কোন কোন প্রশ্নের উত্তর তুমি ভালো করে লিখতে পারবে, তা নিশ্চিত হয়ে লেখা শুরু করবে। সংজ্ঞাগুলো সঠিকভাবে লিখবে। চিত্র অবশ্যই স্পষ্ট করে আঁকতে হবে। চিত্রের নাম ও বিভিন্ন অংশের নাম লিখতে হবে। সংকেত ও রাসায়নিক সমীকরণ সঠিকভাবে লিখতে হবে। গাণিতিক সমস্যা সমাধানের সময় সঠিক সূত্র লিখেছ কি না এবং একক সঠিকভাবে লিখেছ কি না, তা নিশ্চিত হবে। বিজ্ঞানে অযাচিত বা অপ্রয়োজনীয় লেখার কোনো সুযোগ নেই। যথাযথ উত্তর লিখলেই তুমি ভালো নম্বর পাবে।

পরীক্ষায় নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় যেগুলো নিশ্চিত পারবে, আগে সেগুলোর উত্তর করবে। তারপর বাকিগুলো বুঝে উত্তর করবে। চিত্র আঁকতে গিয়ে যেন অধিক সময় নষ্ট না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত প্রশ্নের উত্তর লিখবে না।

লেখক: ড. এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ

আরও পড়ুন