পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসে পোস্টগ্রাজুয়েট ফেলোশিপের সুযোগ

লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসছবি: পড়াশোনা গ্রাফিক্স

ইউনেস্কোর দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS) ও লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (LUMS) অর্থায়নে বিদেশি শিক্ষার্থীদের পোস্টগ্রাজুয়েশনে ফেলোশিপের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে সৈয়দ বাবর আলি স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডির জন্য মেধাবী ও তরুণ গবেষক পাবেন এই সুবিধা।

ফেলোশিপের বিষয়

  • স্ট্রাকচারাল, সেল অ্যান্ড মলিকিউলার বায়োলজি

  • বায়োলজিক্যাল সিস্টেমস অ্যান্ড অরগ্যানিজমস

  • কেমিক্যাল সায়েন্সস

  • ইঞ্জিনিয়ারিং সায়েন্সস

  • ম্যাথমেটিক্যাল সায়েন্সস

  • পদার্থবিজ্ঞান

সুবিধা

মাসিক উপবৃত্তি, যা শিক্ষার্থীর বাসস্থান, খাবার, যাতায়াত ও ছোটখাটো অসুস্থতার খরচ বাবদ দেওয়া হবে।

যোগ্যতা

  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর

  • ন্যাচারাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে

  • পাকিস্তান অথবা অন্য কোনো উন্নয়নশীল দেশের ভিসা থাকলে হবে না।

  • ইতিমধ্যে কোনো পিএইচডি ডিগ্রির জন্য ভর্তি হলে এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন না।

  • ইংরেজি মাধ্যমে ব্যাকগ্রাউন্ড না হলে ইংরেজি ভাষায় দখলের প্রমাণ থাকতে হবে।

  • ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে আসার প্রমাণ দাখিল করতে হবে।

  • ফেলোশিপ চলাকালে অন্য কোনো অ্যাসাইনমেন্টে নিজেকে সম্পৃক্ত করা যাবে না।

আবেদনের তারিখ

প্রয়োজনে যোগাযোগ

একাডেমিক অ্যাফেয়ার্স, ডিনের অফিস, সৈয়দ বাবর আলী স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (LUMS), ডিএইচএ, লাহোর ক্যান্টনমেন্ট, লাহোর, পাকিস্তান।
ফোন: +92 42 3560 8000; Ext: 3761
ই-মেইল: [email protected]