ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১১

১১. ধর্ম মানুষের মনে কোনটি সঞ্চারিত করে?

ক. সামাজিক মূল্যবোধ

খ. শৃঙ্খলাবোধ

গ. নিয়মানুবর্তিতা

ঘ. শ্রদ্ধাবোধ

১২. সুন্দর পারিবারিক পরিবেশ বজায় থাকলে শিশুর —

i. ধর্মীয় শিক্ষা নিশ্চিত হয়

ii. মানসিক সুস্থতা নিশ্চিত হয়

iii. শারীরিক সুস্থতা নিশ্চিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. বাংলাদেশে শিশুশ্রম কী?

ক. আইনসম্মত

খ. বেআইনি

গ. মৌলিক অধিকার

ঘ. নাগরিক অধিকার

১৪. অতিরিক্ত শ্রমের কারণে শারীরিকভাবে শিশুর কী ক্ষতি হয়?

ক. দুর্বল হয়ে পড়ে

খ. মানসিক রোগী হয়ে যায়

গ. সংক্রামক রোগে আক্রান্ত হয়

ঘ. শারীরিক বৃদ্ধি থেমে যায়

১৫. যেসব কাজ শিশুর জন্য ক্ষতিকর, সেসব কাজকে কী বলে?

ক. শিশুশ্রম খ. স্বেচ্ছাশ্রম

গ. কায়িক শ্রম ঘ. মানসিক শ্রম

১৬. সাধারণত গাড়ি বা টেম্পোর সাহায্যকারী হিসেবে কাজ করে কারা?

ক. শিশুরা খ. কিশোরেরা

গ. তরুণেরা ঘ. বেকাররা

১৭. সাধারণত বর্জ্য ঘেঁটে তা থেকে প্রয়োজনীয় বিক্রয়যোগ্য জিনিসপত্র সংগ্রহ করে কারা?

ক. প্রবীণেরা খ. তরুণীরা

গ. শিশুরা ঘ. যুবকেরা

১৮. কোনটি শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে?

ক. শারীরিক শ্রম খ. মানসিক শ্রম

গ. স্বেচ্ছাশ্রম ঘ. ঝুঁকিপূর্ণ শ্রম

১৯. শিশু শ্রমিকদের মনে হীনম্মন্যতা সৃষ্টি হয় কেন?

ক. চাহিদার অপূর্ণতার কারণে

খ. শিক্ষার অভাবে

গ. সচেতনতার অভাবে

ঘ. মজুরি কম হওয়ার কারণে

২০. শিশুরা পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে কীভাবে?

ক. কাজ করতে না হলে

খ. খাদ্যের চাহিদা পূরণ হলে

গ. মা–বাবা স্নেহ করলে

ঘ. ভালো পরিবেশে বেড়ে উঠলে

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১১.ক ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.ঘ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)