হিসাববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৮১. প্রাপ্ত চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলে তিনঘরা নগদান বইয়ের কোন ঘরে লিখতে হয়?

ক. ডেবিট দিকে ব্যাংক ঘরে লিখতে হয়

খ. ক্রেডিট দিকে ব্যাংক ঘরে লিখতে হয়

গ. ডেবিট দিকে নগদ ঘরে লিখতে হয়

ঘ. ক্রেডিট দিকে নগদ ঘরে লিখতে হয়

৮২. নিচের কোনটি নগদ টাকায় পাওয়া যায় না?

ক. প্রাপ্ত সুদ খ. প্রাপ্ত কমিশন

গ. প্রাপ্ত বাট্টা ঘ. প্রাপ্ত ভাড়া

৮৩. হিসাব কার্যক্রমের ধাপ অনুযায়ী কোনটি সঠিক?

ক. জাবেদা-খতিয়ান-রেওয়ামিল

খ. খতিয়ান-জাবেদা-রেওয়ামিল

গ. রেওয়ামিল-জাবেদা-খতিয়ান

ঘ. জাবেদা-রেওয়ামিল-খতিয়ান

৮৪. ক্যাশমেমোর মূল কপি কাকে দেওয়া হয়?

ক. মালিককে খ. পাওনাদারকে

গ. বিক্রেতাকে ঘ. ক্রেতাকে

৮৫. হিসাববিজ্ঞানের ভিত্তি কোনটি?

ক. দু’তরফা দাখিলা পদ্ধতি

খ. একতরফা দাখিলা পদ্ধতি

গ. ডেবিট-ক্রেডিট নির্ধারণ পদ্ধতি

ঘ. হিসাবের শ্রেণিবিন্যাস

৮৬. দু’তরফা দাখিলা পদ্ধতি সবচেয়ে নির্ভরযোগ্য হিসাব ব্যবস্থা কেন?

ক. লাভ-লোকসানের পরিমাণ জানা যায়

খ. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা যায়

গ. কারবারের আর্থিক অবস্থা জানা যায়

ঘ. গাণিতিক নির্ভুলতা যাচাই করা যায়

৮৭. কোন ধরনের নগদান বইতে নগদ বাট্টা লিপিবদ্ধ করা হয়?

ক. একঘরা নগদান বইতে

খ. দু’ঘরা নগদান বইতে

গ. তিনঘরা নগদান বইতে

ঘ. বিশ্লেষণাত্মক খুচরা নগদান বইতে

৮৮. পাওনা অর্থ আদায়ের সঠিক জাবেদা কোনটি?

ক. নগদান ডেবিট; প্রাপ্য হিসাব ক্রেডিট

খ. অনাদায়ী পাওনা ডেবিট; প্রাপ্য হিসাব ক্রেডিট

গ. নগদান ডেবিট; অনাদায়ী প্রাপ্য হিসাব ক্রেডিট

ঘ. প্রাপ্য হিসাব ডেবিট; নগদান ক্রেডিট

৮৯. খতিয়ান বহির দুই দিকের পার্থক্য নির্ণয় করাকে কী বলা হয়?

ক. সমষ্টিকরণ খ. লিপিবদ্ধকরণ

গ. জের নির্ণয়করণ ঘ. স্থানান্তরকরণ

৯০. নগদান বহির ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্তকে বলা হয়

i. ব্যাংক উদ্বৃত্ত

ii. ব্যাংক জমাতিরিক্ত

iii. ব্যাংক ও/ডি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৮১.ক ৮২.গ ৮৩.ক ৮৪.ঘ ৮৫.ক ৮৬.খ ৮৭.গ ৮৮.ক ৮৯.গ ৯০.গ

মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা