অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১০১-১০৯)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১০১. বর্তমানে কৃষকেরা কীভাবে পুর্জি পাচ্ছেন?

ক. রেডিওতে খ. মুঠোফোনে

গ. ল্যাপটপে ঘ. কম্পিউটারে

১০২. টেলিমেডিসিন সেবার উদ্দেশ্য কী?

ক. ব্যবসায়ীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

খ. জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

গ. ধনীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

ঘ. গরিবদের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

১০৩. চিকিৎসা ক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে কিসের সাহায্যে?

ক. যোগাযোগের কারণে

খ. উন্নত তদারকির কারণে

গ. তথ্যপ্রযুক্তির প্রভাবে

ঘ. পরিবেশের কারণে

১০৪. কম্পিউটারের মতো কাজ করতে পারে, এ রকম ছোট যন্ত্রের নাম কী?

ক. FAGA খ. DFPA

গ. PPGA ঘ. FPGA

১০৫. রোগীর শরীরের ভেতরের ত্রিমাত্রিক ছবি তৈরি করার যন্ত্রের নাম কী?

ক. পজিট্রন এমিশন টমোগ্রাফি

খ. এমিশন টমোগ্রাফি

গ. পজিট্রন টমোগ্রাফি

ঘ. এমিশন

১০৬. মানুষের জিনোম রহস্য ভেদ করা সম্ভব হয়েছে কিসের কল্যাণে?

ক. ডাক্তারের খ. কেমোথেরাপির

গ. তথ্যপ্রযুক্তির ঘ. ইনসুলিনের

১০৭. মানুষের জিনোম রহস্য ভেদ করার ফলে—

i. সত্যিকারভাবে রোগের কারণ খুঁজে বের করা যাবে

ii. প্রত্যেকের জন্য আলাদা আলাদা ওষুধ তৈরি হবে

iii. চিকিৎসাজগতে বিপ্লব তৈরি হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৮. PLA-এর পূর্ণনাম কী?

ক. Programme Logic Array

খ. Programmable Logic Array

গ. Programme Logic Arithmetic

ঘ. Programmable Logic arithmetic

১০৯. FPGA-এর পূর্ণনাম কী?

ক. Field Programmable Gate Array

খ. Final Programme Gate Array

গ. Field Progress Gate Array

ঘ. Field Programmable Go Array

সঠিক উত্তর

অধ্যায় ১: ১০১.খ ১০২.খ ১০৩.গ ১০৪.ঘ ১০৫.ক ১০৬.গ ১০৭.ঘ ১০৮.খ ১০৯.ক

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা