অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১
১. মৌর্যদের শাসনের পর ভারতে কাদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
ক. গুপ্ত খ. আর্য
গ. পাল ঘ. আফগান
২. বাংলায় প্রথম বাঙালি শাসক কে ছিলেন?
ক. শশাংক খ. অশোক
গ. ধর্মপাল ঘ. সম্রাট হুমায়ুন
৩. ফারসি ভাষায় বিভাগকে কী বলা হতো?
ক. মহকুমা খ. ইকলিম
গ. গঞ্জ ঘ. বার্নিয়ার
৪. বাংলায় দিল্লীর মুসলিম সুলতানরা কয়টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠা করে?
ক. দুটি খ. তিনটি
গ. সাতগাঁও ঘ. সাতটি
৫. বাংলায় মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে কত সালে?
ক. ১৭৫৭ খ. ১৭৬৮
গ. ১৮৫৭ ঘ. ১৮৭৯
৬. ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয় কোন শতকে?
ক. একাদশ খ. দ্বাদশ
গ. ত্রয়োদশ ঘ. চতুর্দশ
৭. ভারতবর্ষকে বিশ্ববাণিজ্য বিস্তারের প্রতিযোগিতায় কে নিয়ে আসেন?
ক. রবার্ট ক্লাইভ
খ. ভাস্কো-দা-গামা
গ. ওয়ারেন হেস্টিংস
ঘ. শের খান
৮. ওয়েস্টফালিয়া কোন ধরনের চুক্তি?
ক. বাণিজ্য চুক্তি খ. যুদ্ধ চুক্তি
গ. শাসন চুক্তি ঘ. শান্তি চুক্তি
৯. ওয়েস্টফালিয়ার চুক্তি কত সালে হয়?
ক. ১৬২৫ খ. ১৬৩৫
গ. ১৬৪৮ ঘ. ১৬৫৭
১০. রবার্ট ক্লাইভ কত সালে বাংলা-বিহার-উড়িষ্যার দেওয়ানি লাভ করেন?
ক. ১৭৫০ খ. ১৭৫১
গ. ১৭৬৫ ঘ. ১৭৬৮
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.ক ৩.খ ৪.খ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯.গ ১০.গ
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা