ভূগোল ও পরিবেশ - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৮১. দিনের বেলায় সূর্য ছাড়া অন্য কোনো নক্ষত্র দেখা যায় না কেন?

ক. সূর্যের প্রখর আলোর কারণে

খ. চন্দ্রের আলো যোগ হওয়ার ফলে

গ. চন্দ্রের আলোর প্রতিফলনের দরুন

ঘ. দিনে পৃথিবী ও সূর্যের দূরত্ব বাড়ে বলে

৮২. মহাশূন্যের জড়পিণ্ডগুলো পৃথিবীর দিকে ছুটে আসে কেন?

ক. অভিকর্ষ বলের আকর্ষণে

খ. মহাকর্ষ বলের আকর্ষণে

গ. অনিয়মিত গতির কারণে

ঘ. পৃথিবীর উজ্জ্বলতার দরুন

৮৩. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়?

ক. মহাকর্ষ বলের প্রভাবে

খ. অভিকর্ষ বলের প্রভাবে

গ. ঘূর্ণন শক্তির প্রভাবে

ঘ. আণবিক শক্তির প্রভাবে

৮৪. চাঁদ আলোকিত হয় কীভাবে?

ক. সূর্য থেকে আলো নিয়ে

খ. পৃথিবীর আলো দ্বারা

গ. ধূমকেতুর আলোতে

ঘ. উল্কার আলোতে

৮৫. আমাদের সৌরজগতের সদস্যরা কিসের প্রভাবে সূর্যের চারদিকে ঘুরছে?

ক. অভিকর্ষ বলের প্রভাবে

খ. আণবিক শক্তি দ্বারা

গ. ঘূর্ণন শক্তির প্রভাবে

ঘ. মহাকর্ষ বলের প্রভাবে

আরও পড়ুন

৮৬. ইউরেনাস ও নেপচুনকে কীভাবে দেখতে হয়?

ক. অণুবীক্ষণ যন্ত্র দিয়ে

খ. সানগ্লাস দিয়ে

গ. খালি চোখে

ঘ. দূরবীক্ষণ যন্ত্র দিয়ে

৮৭. বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয় কেন?

ক. এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ বলে

খ. এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বলে

গ. এটি সৌরজগতের মধ্যে অবস্থিত বলে

ঘ. এটি সৌরজগতের ষষ্ঠ গ্রহ বলে

৮৮. নিরক্ষরেখা বৃত্তাকার কেন?

ক. পৃথিবীর গোলাকার আকৃতির জন্য

খ. পৃথিবীর আহ্নিক গতির জন্য

গ. পৃথিবীর বার্ষিক গতির জন্য

ঘ. পৃথিবীর ঘূর্ণন গতির জন্য

৮৯. গ্রিনিচের সময় থেকে বাংলাদেশের সময় ৬ ঘণ্টা এগিয়ে কেন?

ক. বাংলাদেশ গ্রিনিচ থেকে ৯০° পূর্বে অবস্থিত বলে

খ. বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত বলে

গ. বাংলাদেশ ছয় ঋতু বিরাজ করে বলে

ঘ. বাংলাদেশ মৌসুমি জলবায়ুর অন্তর্গত বলে

৯০. পৃথিবীতে দিবা–রাত্রি সংঘটিত হয় কিসের প্রভাবে?

ক. আহ্নিক গতির প্রভাবে

খ. বার্ষিক গতির প্রভাবে

গ. পরিভ্রমণ গতির দ্বারা

ঘ. পরিক্রমণ গতি দ্বারা

সঠিক উত্তর

অধ্যায় ২: ৮১.ক ৮২.খ ৮৩.ক ৮৪.ক ৮৫.ঘ ৮৬.ঘ ৮৭.খ ৮৮.ক ৮৯.ক ৯০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন