নবম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৩১. দুটি বস্তুর মধ্যে প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে, তাকে কী বলে?

ক. সাম্য বল খ. অসাম্য বল

গ. স্পর্শ বল ঘ. অস্পর্শ বল

৩২. প্রকৃতিতে মৌলিক বল কয়টি?

ক. ২ খ. ৪

গ. ৫ ঘ. অসংখ্য

৩৩. মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটি?

ক. মহাকর্ষ বল

খ. দুর্বল নিউক্লীয় বল

গ. সবল নিউক্লীয় বল

ঘ. তড়িৎ–চৌম্বকীয় বল

৩৪. নিচের কোন বলের কারণে আমরা ওজন অনুভব করি?

ক. তড়িৎ–চৌম্বকীয় বল

খ. দুর্বল নিউক্লীয় বল

গ. মাধ্যাকর্ষণ বল

ঘ. সবল নিউক্লীয় বল

৩৫. কোনো বস্তুর ওপর সাম্য বল ক্রিয়া করলে—

i. স্থির বস্তু স্থির থাকবে

ii. গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে

iii. বস্তুর ওপর ত্বরণ সৃষ্টি হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. মহাকর্ষ বলের তুলনায় তড়িৎ–চৌম্বকীয় বল কত গুণ শক্তিশালী?

ক. 1036 খ. 1035

গ. 1034 ঘ. 1033

৩৭. নিচের কোনটি ভেক্টর রাশি?

ক. চাপ খ. ভরবেগ

গ. দ্রুতি ঘ. ভর

৩৮. ঘর্ষণের বাধার কারণে বস্তুর গতির কীরূপ পরিবর্তন হয়?

ক. গতি কমে যায়

খ. ত্বরণ বাড়ে

গ. গতিশীল করা সহজ হয়

ঘ. গতি ধীরে ধীরে বাড়ে

৩৯. দেয়ালে পেরেক স্থিরভাবে আটকে থাকে কোনটির জন্য?

ক. ত্বরণ খ. ঘর্ষণ

গ. বল ঘ. ওজন

৪০. ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয়, তা কীরূপে আবির্ভূত হয়?

ক. শব্দ খ. আলো

গ. তাপ ঘ. বিকিরণ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.ঘ ৩২.খ ৩৩.ক ৩৪.গ ৩৫.ক ৩৬.ক ৩৭.খ ৩৮.ক ৩৯.খ ৪০.গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

আরও পড়ুন